Geography, asked by palashDN, 6 months ago

পৃথিবীর রুপোর শহর কাকে বলে?​

Answers

Answered by Anonymous
3

কটক শহরকে রুপোর শহর বলে

  • উড়িষ্যার কটক শহর রুপোর শহর নামে পরিচিত।
  • এর অন্যতম কারণ হলো উড়িষ্যার বিখ্যাত ফিলিগ্রি (filigree) গয়না।
  • এই ফিলিগ্রি গয়না হলো সোনা বা রুপার সরু তার দিয়ে নির্মিত গয়না, যা অত্যন্ত সূক্ষ্ম কারুকার্যের জন্য জগৎ বিখ্যাত। এই ফিলিগ্রি গয়না বিদেশেও রপ্তানি করা হয়ে থাকে।
  • প্রধানত এই কারণের জন্যই উড়িষ্যাকে রুপোর শহর বলে অভিহিত করা হয়ে থাকে।
Similar questions