Environmental Sciences, asked by babaisonai23012412, 2 months ago

জলাভূমির একটি গুরুত্ব লেখ?​

Answers

Answered by nibeditapanja94
1

Answer:

জলাভূমি বলতে এমন একটি স্থান বা এলাকা কে বোঝায় যার মাটি মৌসুমভিত্তিক বা স্থায়ীভাবে আদ্র বা ভেজা থাকে। সাধারণভাবে জলাভূমি উচ্চ উপাদনশীল একটি বাস্তুতন্ত্র। রামসার কনভেনসন (Ramser Convention) অনুযায়ী জলাভূমি বলতে বোঝায় নিচু ভূমি যার পানির উৎস প্রাকৃতিক বা কৃত্রিম, পানির স্থায়িত্বকাল সারাবছর বা মৌসুমভিত্তিক, পানি স্থির বা গতিশীল, স্বাদু, আধা-লবনাক্ত বা লবনাক্ত, এছাড়াও কম গভীরতাসম্পন্ন সামুদ্রিক এলাকা যার গভীরতা ছয় মিটারের কম ও অল্প স্রোত যুক্ত।

আমাদের দেশের নানারকম জলাভূমির মধ্যে রয়েছে প্লাবনভূমি, নিচু জলা, বিল, হাওর, বাওর, জলমগ্ন এলাকা, উন্মুক্ত জলাশয়, নদীতীরের কাদাময় জলা, জোয়ারভাটায় প্লাবিত নিচু সমতলভূমি এবং লবনাক্ত জলাধার ইত্যাদি|

Hope it helps if so please mark it as Brainliest....

Similar questions