রূপকথার গল্প সংগ্রহ করেছেন এমন একজন লেখকের নাম বেছে নিয়ে লেখাে। (আশাপূর্ণা দেবী/
দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার/সত্যজিৎ রায় / শরৎচন্দ্র চট্টোপাধ্যায়)।
Answers
Answered by
7
রূপকথার গল্প সংগ্রহ করেছেন এমন একজন লেখকের নাম দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার।
আরও জানার বিষয় :
- সুনির্মল বসু ছিলেন এক সুবিখ্যাত শিশুসাহিত্যিক। তাঁর 'গল্পবুড়ো' কবিতাটি শিশুদেরকে একটা রূপকথার দুনিয়ায় নিয়ে যায়। সেখানে তৈরি স্বপ্ন - রাজপুত্র, পক্ষীরাজ আরও কতো কী!
- এবারে আসে যাক, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের কথায়। 'ঠাকুরমার ঝুলি'র পাশাপাশি রয়েছে 'ঠাকুরদাদার ঝুলি', 'ঠানদিদির থলে' ও 'দাদামশাইয়ের থলে'। রূপকথার গল্পের দুনিয়ায় এগুলির জুড়ি মেলা ভার।
- কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু রূপকথার গল্প লেখেননি। মূলত গ্রাম্য ও শহুরে সমাজ নিয়েই ওনার লেখালিখি।
Answered by
0
দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
Similar questions