Geography, asked by bristybera9647, 5 months ago


মানচিত্রে কোন কোন বিষয় থাকতেই হবে ?

Answers

Answered by rabia2005
23

মানচিত্র আঁকার জন্য আমাদের কতগুলি অপরিহার্য উপাদানের দরকার হয় ।

মানচিত্রের কোনও বড়ো এলাকাকে পুরোটা দেখানোর জন্য তাকে বাস্তব দূরত্বের তুলনায় আকারে ছোটো করে দূরত্ব দেখানো হয় । পৃথিবীর দুটি স্থানের মধ্যে যে নির্দিষ্ট দূরত্ব অনুপাতে মানচিত্রের দূরত্ব দেখা যায় তাকে বলা হয় মানচিত্রের স্কেল

মানচিত্রে যখন কোন এলাকাকে ছোটো করে দেখানো হয় তখন সেখানে কি কি আছে তা বোঝাবার জন্য কিছু সংকেত, রঙ, প্রতীক, চিহ্ন ইত্যাদি ব্যবহার করা হয় । পৃথিবীর সমস্ত দেশের মানচিত্রে কিছু নির্দিষ্ট সংকেত, রঙ, প্রতীক, চিহ্ন একই অর্থের জন্য ব্যবহার করা হয় । তাকে প্রচলিত বা প্রথাগত প্রতীক চিহ্ন বলে । এরকম কয়েকটি হল – পাহাড় পর্বতের জন্য খয়েরি বা বাদামি, জলের জন্য নীল, সমভূমি বা বনভূমির জন্য সবুজ, কৃষিজমির জন্য হলুদ রঙ ।

এছাড়া শিরোনাম থাকে, যার সাহায্যে মানচিত্রের বিষয় বস্তুর ধারণা পাওয়া যায় । উত্তর দিক দেখানো তিরচিহ্ন, দিক নির্ণয় করার জন্য । যদি কোন মানচিত্রে দিক চিহ্ন না থাকে তবে তার উপরের দিক উত্তর দিক, নীচের দিক দক্ষিণ দিক, ডানদিকে পূর্বদিক ও বামদিকে পশ্চিম দিক হয় । মানচিত্রে অসংখ্য ধরণের তথ্য দেওয়া থাকে । নির্দেশিকায় তার অর্থ দেওয়া থাকে ।

Similar questions