Math, asked by hajrakamal1972, 5 months ago

যুগ্ম সংখ্যা কাকে বলে?​

Answers

Answered by tanushreedas3000
1

Answer:

যুগ্ম সংখ্যা (যুগ্ম সংখ্যা, ইংরেজি:Even Number) এমন কিছু বাস্তব সংখ্যা যাদের ২ দ্বারা সম্পূর্ণভাবে ভাগ করা যায়।[১] বা, এককের স্থানে ০,২,৪,৬,৮ অঙ্ক থাকা সংখ্যাগুলিকে যুগ্ম সংখ্যা বলে। উদাহরণস্বরূপ, ১২ একটি যুগ্ম সংখ্যা, ১২ কে ২ দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না। এছাড়া, ১২র এককের স্থানের অঙ্কটি হল ২ । ০(শূণ্য) কে যুগ্ম সংখ্যা বলে ধরা হয়।

Similar questions