দিগদর্শন পত্রিকার মূল বিষয়বস্তু
Answers
Answered by
0
Explanation:
i am not understanding this language
Answered by
1
দিগদর্শন পত্রিকা
শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন প্রেস কর্তৃক প্রকাশিত জন ক্লার্ক মার্শম্যান দ্বারা সম্পাদিত ১৮১৮ খ্রিষ্টাব্দের এপ্রিল মাসে প্রকাশিত বাংলা ভাষার প্রথম সাময়িকপত্র হলো দিকদর্শন।
এটি ছিল একটি মাসিক পত্রিকা।
এই পত্রিকাটি মূলত যুবসমাজের জন্য প্রকাশিত হলেও কলকাতার শিক্ষিত সমাজ সাদরে গ্রহন করেছিল এবং তাদের মধ্যেও ব্যাপক সাড়া ফেলে দিয়েছিল এই মাসিক পত্রিকাটি।
যুবকদের জন্য সংগৃহীত নানা উপদেশ এই পত্রিকার মূল বিষয় হলেও, ইতিহাস, ভূগোল, ক্ষুদ্র ক্ষুদ্র কাহিনী কৌতুক কাহিনী এ ছাড়াও দেশ-বিদেশের নানান তথ্য এই পত্রিকার মাধ্যমে প্রকাশিত হতো।
এছাড়াও ধর্মীয় নীতি কথা এখানে সংবাদ অপেক্ষা বেশি প্রাধান্য পেত।
সুতরাং বলা যেতে পারে দিকদর্শন পত্রিকাটি ছিল নীতি-ধর্ম-তত্ত্বমূলক মাসিক সাময়িকপত্র।
#SPJ3
Similar questions