৩। গণেশ স্টোরস্ ১৩/১৫৫, ইংলিশ রােডের একটি স্টেশনারী দোকান।
২০১৫ সালের ১ জানুয়ারি তারিখে দোকানের সম্পদ ও দায়সমূহ নিম্নরূপ-
আসবাবপত্র
২৫,০০০
কম্পিউটার
৪৫,০০০
হাতে নগদ
৩০,০০০
পাওনাদার
১০,০০০
দেনাদার
২১,০০০
বকেয়া বেতন
৭,০০০
৩১ ডিসেম্বর ২০১৫ তারিখে তাঁর ব্যবসায়ে মােট সম্পদ ও মােট দায়ের
পরিমাণ ছিল যথাক্রমে ৩,৫০,০০০ টাকা এবং ১,৮০,০০০ টাকা। বছরের
মাঝামাঝি সময়ে মালিক দোকানে আরও ৫০,০০০ টাকা বিনিয়ােগ করেন।
এছাড়াও ব্যক্তিগত প্রয়ােজনে তিনি ব্যবসায় থেকে নগদ ২০,০০০ টাকা এবং
৭,০০০ টাকার পণ্য উত্তোলন করেন ।
ক, গণেশ স্টোরস্-এর মােট উত্তোলনের পরিমাণ নির্ণয় কর ।
খ. গণেশ স্টোরসের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় কর ।
গ, গণেশ স্টোরসের সমাপনী মূলধন নির্ণয় করে দোকানের লাভ/ক্ষতি দেখাও।
Answer plz
Answers
Answered by
1
Answer:
আমি এই কয়েস্টিং তা বুঝতে পারলাম না।।।।।।।
আমি দুঃখিত।।।।
Similar questions