Science, asked by susantabhunia316, 4 months ago

হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল দৃশ্যটি হল​

Answers

Answered by SharleneKim
3

Answer:

hai tarporer golpo tao ektu bolun

Answered by pavanadevassy
0

Answer:

হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল দৃশ্যটি হল​

Explanation:

উত্তর- সৈয়দ মুস্তাফা সিরাজের 'ভারতবর্ষ' গল্পে বাজারের লোকজন বিকেলে যে দৃশ্যটি দেখেছিল সেটি হল- মাঠ পেরিয়ে একটি চ্যাংদোলা এগিয়ে আসছে। মাঠের যেদিক থেকে চ্যাংদোলাটা আসছিল সেদিকে কোন বসতবাড়ি ছিল না, তাই ওই পথে চ্যাংদোলা আসার ব্যাপারটা সকলের অদ্ভুত লেগেছিল।

Homeবাংলা (H.S)উচ্চমাধ্যমিক বাংলা সাজেশন।

উচ্চমাধ্যমিক বাংলা সাজেশন।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাগুরু-

উচ্চমাধ্যমিক বাংলা সাজেশন ।"ভারত বর্ষ" গল্প ।

আমার প্রিয় ছাত্র ছাত্রী ,তোমরা কেমন আছো ?আশা করি ভালোই আছো ।তোমাদের পড়াশোনা কেমন চলছে? আশা করছি তোমরা বেশ ভালই পড়াশোনা করছো। parasuna.com তোমাদের সাজেশন ভিত্তিক mcq ,acq, রচনাধর্মী প্রশ্নোত্তর  পাবলিশ করছে। এই প্রশ্নগুলোর উপর অধিক গুরুত্ব দেবে তোমরা ।এই প্রশ্নগুলি ফাইনাল পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি ।তোমাদের তিনটি গল্প, ইতিমধ্যে "কে বাঁচায় ,কে বাঁচে"- গল্পটি সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে। তাই দুটি গল্প "ভাত" ও "ভারতবর্ষ" ভীষণ গুরুত্বপূর্ণ । দুটি গল্প থেকে রচনাধর্মী প্রশ্ন আসবে দুটি ।তার মধ্যে যেকোনো একটি প্রশ্নের উত্তর অবশ্যই তোমাদের দিতে হবে। তবে আশা করছি "ভারতবর্ষ"- গল্প থেকে নিম্নলিখিত এই চারটি থেকে পাঁচটি প্রশ্নোত্তর গুরুত্বসহকারে পড়লেই তোমরা কমন পেয়ে যাবে।

#SPJ3

Similar questions