History, asked by tasnimulhasantasim, 3 months ago

| []
পছন্দ্যরবিয়ার সন্ধি আপাত দৃষ্টিতে মুসলমানদের প্রতিকূলে মনে হলেও এর সফলতা ছিল সুদূর

আ) উদ্দীপকে অসলাের ওপর সততায় অন্যায়ের ওপর মায়ের অত্যাচারের ওপর ক্ষমার বিজয়।"
বিশ্লেষণ কর।
৯। রমেশ যে দেশে বাস করত সে দেশটি সামাজিক ক্ষেত্রে নানা বর্ণে ও শ্রেণিতে বিভক্ত ছিল।
ব্যাজনৈঞ্জিক ক্ষেত্রে অনৈক্য ছিল আরও প্রকট। এ পরিস্থিতির সুযােগে পার্শ্ববর্তী রাজ্যের সম্রাজাবাদী
শাসক তার একজন করুন সেনাপতির নেতৃত্বে অভিযান পরিচালনা করে দেশটি কৱায়ত্ব করেন। কিন্তু
সেখানে বিজয়ী শক্তির দীর্ঘস্থায়ী শাসন ব্যবস্থা কায়েম করা সম্ভব হয়নি। তবে এ বিজয়ের সামাজিক ও
সাংস্কৃতিক ফলাফল ছিল সুরপ্রসারী
ক) সুলতান মাহমুদ কোন রাজ বংশের শাসক ছিলেন?
খ)ভারতবর্ষকে নৃতত্ত্বের জাদুঘর বলা হয় কেন?
গ) উদ্দীপকের সেনাপতির সঙ্গে তোমার পাঠ্য বইয়ের কোন সেনাপতির মিল খুঁজে পাওয়া যায়? ব্যাখ্যা


8
গ) আমাদের নবী মুহাম্মদ (সঃ) এর পিতা মাতার মূমুর বিষয়টি ব্যাখ্যা কর।
গ) “তিনি মানুষ ও জগতের মঞ্চপল সাধনে অতুলনীয় অবদান রাখেন- ইমাম সাহেবের এ বক্তব্য
মুল্যায়ন কর।
৫ ; তাকদির ও তাফাজ্যর ইসলামের এক যুদ্ধ নিয়ে কথা বলছিল এ কি ছিল মুসলমানদের
ইতিহাসে প্রথম যুদ্ধ। এ যুদ্ধে মুসলমানদের জয় ছিল সত্যের উপর অসত্যের জয় এবং
পৌত্তলিকতার উপর তাওহিদেৱ বিজয় এ যুদ্ধে কুরাইশদের শক্তি ও অহংকার খর্ব ছয়।
(ক) কুরাইশ বংশের কোন শাখার ছযবরু মুহাম্মদ (সঃ) জন্ম অহন করেন?
(খ) নাখলার খণ্ড যুদ্ধের বর্ণনা দাও।
(গ) উদ্দীপকে তাকদীর কোন যুদ্ধের কথা বলেছে? ব্যাখ্যা কর।
(ঘ) এ যুদ্ধে মুসলমানদের বিজয় ছিল অসত্যের উপর সঙ্গের বিজয় একা পৌত্তলিকতার উপর
তাওহিদের বিজয়' উক্তিটি পাঠ্য বইয়ের আলােকে ব্যাখ্যা কর।
৬ { আবিদ একজন যােজা । যুদ্ধের পর বাড়ি ফিরে এসে সে ছোট বােন রিনার কাছে যুদ্ধের কথা বর্ণনা
করছিল । যুদ্ধে তাদের অনেক ক্ষতি হয়েছিল কয়েকজন যােদ্ধা মারা গিয়েছিল। রিনা এর কারণ
জানতে চাইলে আবিদ বলল, আসলে কাদের রণ কৌশল ঠিকই ছিল কিন্তু প্রথম দিকে কয়েকজন শত্রু
সৈন্য যারা যেতে দেখে তারা কম্যান্ডারের নির্দেশ ভুলে গিয়ে প্রকাশ্যে চলে এসেছিল । অবশ্য পরে আর
কখনও তারা এমন ভুল করেনি।
ক) আবিসিনিয়ার বর্তমান নাম কী ?
খ) প্রাক ইসলামী যুগে আরবের কৌলিন্য প্রথার বর্ণনা পাও |}
গ) উদ্দীপকের ঘটনার সাথে ইসলামের ইতিহাসের কোন যুদ্ধের মিল খুঁজে পাওয়া যায় ? বর্ণনা কর। ৩
ঘ) উদ্দীপকের উল্লেখিত ঘটনার সাথে তােমার পঠিত গ্রন্থে উল্লেখিত যুদ্ধ থেকে যােদ্ধাদের প্রাপ্ত
শিক্ষা আলােচনা কর।

৭ নাছিমা অধ্যাপক সলিম উল্লাহ বাহারের কাছে জানতে পারে পৃথিবীতে প্রথম লিখিত সংবিধানে ছিল
সকল ধর্মের প্রতি শ্রদ্ধাবােধ । সকল গােত্রের প্রতি সহনশীলতা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার অপূর্ব
নিদর্শন। ঐ সংবিধানের প্রতিটি ধাৱাকে আজও মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করে ।
ক) মদিনা সনদে কয়টি ধারা ছিল?

খ) মদিনা সনদকে পৃথিবীর প্রথম লিখিত সংবিধান বলা হয় কেন?
গ) উদ্দীপকে বর্ণিত সকল ধর্মের প্রতি সহনশীলতার ক্ষেত্রে মদিনা সনদের ভূমিকা ব্যাখ্যা কর।
ঘ) উদ্দীপকে বর্ণিত শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে মদিনা সনদের তাৎপর্য নিরুপন কর ।
৮। মহিব উল্লাহ সাহেব রাসুল (সঃ) এর হুদায়বিয়ার সন্ধি ও মক্কা বিজয়ের ইতিহাস পড়ে অত্যন্ত মুগ্ধ
হয়ে গেলেন। ঘটনা পড়ে তিনি জানলেন যে, রাসূল (সঃ) মাঝে শুধু কোমলতাই ছিল না, অসাধারণ
রাজনৈতিক কৌশলেও তিনি সমৃদ্ধ ছিলেন। হুদায়বিয়ার যে সন্ধি লিখিত হয় তা ছিল মূলত
মুসলমানদের জন্য প্রকাশ্য বিজয়। এ সন্ধির ফলেই শেষ পর্যন্ত রাসুল (সঃ) স্বীয় মাতৃভূমি মক্কা বিজয়ে।
সক্ষম হন এবং ধৈর্য ও ক্ষমশীলতার অপূর্ব দৃষ্টান্ত স্থাপন করেন। মূলত এ বিজয়টি ছিল অসত্যের ওপর
সত্যের , অন্যায়ের ওপর ন্যায়ের অত্যাচারের ওপর ক্ষমার বিজয়।
ক) কোন ইহুদী কবি উহুদের যুদ্ধের সময় কবিতা রচনা করে মুসলমানদের বিরুদ্ধে কুরাইশদের
উৎসাহিত করেন।

ঘ) উদ্দীপকের ফাফল উক্ত সেনাপতির বিজয়ের ফলাফলের আংর্ষিক প্রতিফলন ব্যাখ্যা কর।
১০। সালাহ উদ্দিন নামক একজন শাসক বার বার অন্য একটি দেশে অভিযান পরিচালনা করেন এবং
অভিধান শেষে দেশে ফিরে যান। অভিযানে তিনি যে ধম সন্দ অঞ্জন করতেন তা শিক্ষা বিস্তার ও
শিল্পকলার পৃষ্ঠপােষকতায় ব্যয় করতেন। তিনি তার রাজ্যকে একটি সমৃদ্ধশালী ও সুসজ্জিত রাজ্যে
পৱিত করেন ?
ক) রাজা সাহেব কে ছিলেন?

খ) আলা উদ্দিন হােসেন কে জাহান সুজ বলা হয় কেন?

গ) উদ্দিপকে বর্ণিত সালা উদ্দিনের সাথে তােমায় পাঠ্য বইয়ের কোন শাসকের সামঞ্জস্য খুজে পাওয়া
যায়? ব্যাখ্যা কর।
ঘ) তুমি কি মনে কর উক্ত শাসক অর্থনৈতিক উদ্দেশ্যেই এ ধরনের হামলা পরিচালনা করেছিলেন?

১১। গজনী থেকে সবুক্তগীন বংশধরদের অবসান ঘটলে ঘুরী বংশের শ্রেষ্ঠ শাসক গজনীর শাসক
হিসেবে নিয়োগ লাভ করেন। তিনি তার রণ কৌশলের দ্বারা ভারতের অনেক রাজ্য তার সাম্রাজ্যভূক্ত
করেন। তরাইনের প্রথম যুদ্ধে তিনি পরাজিত হলেও দ্বিতীয় যুদ্ধে জয়লাভ করেন । তরাইনের দ্বিতীয় যুদ্ধ
ভারতের ইতিহাসে একটি সিদ্ধান্তকারী যুদ্ধ । তিনি ভারতবর্ষে স্থায়ী মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন।
ক) আল বিরুনী কে ছিলেন?

খ) ভারতের প্রথম মুসলিম শাসক কে?।

গ) উদ্দীপকে উল্লেখিত ঘুরী বংশের শাসক কিভাবে তরাইনের ২য় যুদ্ধে জয়লাভ করেছেন- বর্ণনা দাও।
ঘ) তরাইনের ২য় যুদ্ধেকে সিদ্ধান্তকারী যুদ্ধ বলার কারণ ব্যাখ্যা কর।

১২। বাল্যকালে ক্রীতদাসে পরিণত হয়েছিলেন কুতুব উদ্দিন। কালক্রমে নিজের যােগ্যতা ও মেধাগুণে।
নিজ দেশের শাসক হওয়ার যােগ্যতা অর্জন করেছিলেন। এক সময় তিনি একটি রাজ বংশ প্রতিষ্ঠা
কিেছলেন। এ বংশ মােট ১১ জন শাসক ছিলেন। তবে এদের সবাই দাস ছিলেন না একই পরিবারেও
ছিলেন না।
ক) কুতুব মিনার কার নামানুসারে নামকরণ করা হয়?

২​

Answers

Answered by jahidhasansagor026
3

ভারতবষকে নৃতত্ত্বের জাদুঘর বলা হয় কেন?

Similar questions