আনসার ও মুহাজিরদের পরিচয় দাও
Answers
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি কাজ-কর্ম ছিলো গুরুত্বপূর্ণ।
সীরাতের যেকোনো ঘটনা পড়লে বা দেখলে, তা হতে উপদেশ অর্জিত হয়। জীবনের সকল সমস্যা ও সর্ব বিষয়ের দিক-নির্দেশনা পাওয়া যায়। কিন্তু এমন কিছু ঘটনা রয়েছে, যা কেবল একক বৈশিষ্ট্যের দাবিদার। সমস্যা সমাধানের মহৌষধ। এমন ঘটনার একটি হলো ভ্রাতৃবন্ধন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুওয়াতের পর তিন বছর গোপনে দীনের দাওয়াত দেন। এরপর আল্লাহর নির্দেশে সাফা পাহাড়ে আরোহন করে নিজের নবী হওয়ার ঘোষণা করেন। এক আল্লাহর ইবাদাতের প্রতি আহ্বান করেন। মক্কাবাসীর তখন আনন্দিত হওয়া উচিত ছিলো। কারণ, যে ইজ্জত-সম্মান এতো দিন বনী ইসরাঈলের ছিলো, তা এখন বনী ইসমাঈলের ভাগ্যে জুটলো। কিন্তু তারা নবুওয়াতের এই প্রদীপ দ্বারা দিল ও চক্ষুর অন্ধকার দূর করার পরিবর্তে স্বীয় চোখে অবাধ্যতা এবং বিরোধিতার কালো পট্টি বাঁধলো। তখন এমন লোক খুব কমই ছিলো, যাদের স্বচ্ছমেধা তাদের ঈমানের আলোয় আলোকিত করতে পেরেছে।