Political Science, asked by amaldas1220, 3 months ago


জাতীয়তাবাদের মূল মন্ত্র কী?

Answers

Answered by anjaliom1122
1

Answer:

জাতীয়তাবাদের মূল মন্ত্র নিজে বাঁচো অপর কে বাঁচাতে দাও।

Explanation:

জাতীয়তাবাদ একটি আদর্শ যেখানে জাতিকে মানব সমাজের কেন্দ্রীয় অবস্থানে স্থাপন করা হয় এবং অন্যান্য সামাজিক ও রাজনৈতিক আদর্শকে জাতিগত আদর্শের পরে স্থান দেয়া হয়। জাতীয়তাবাদ একটি জাতির সংস্কৃতি রক্ষার্থে ভূমিকা পালন করে এবং জাতির অর্জনসমূহকে সামনে তুলে ধরে।সহজ কথায় জাতীয়তাবাদ হচ্ছে একটি মানসিক ধারণা। যে মানসিক ধারণায় পারস্পরিক মিথষ্ক্রিয়া ও একধরণের মানসিক ঐক্য গড়ে ওঠে। বিশদভাবে বলতে গেলে ঐতিহাসিক নানা বিবর্তনের ফলে সুদীর্ঘকাল ধরে মানুষ যে সম্প্রদায়গত ঐক্য গড়ে ওঠে তাই জাতীয়তাবাদ।

Similar questions