সুক্ষভাবে দৈর্ঘ্য মাপার জন্য কী কী যন্ত্র ব্যবহার করা হয়
Answers
Answered by
2
Answer:
আমাদের দৈনন্দিন জীবনে প্রায় প্রতিটি কাজের সাথেই মাপ-জোখের ব্যাপারটি জড়িত। এছাড়া বিভিন্ন গবেষণার ক্ষেত্রে সূক্ষ্ম মাপ-জোখের প্রয়োজন হয়। পদার্থবিজ্ঞানের প্রায় সকল পরীক্ষণেই পদার্থের পরিমাণ, বলের মান, অতিবাহিত সময়, শক্তির পরিমাণ ইত্যাদি জানতে হয়। আমাদের দৈনন্দিন জীবনে এ মাপ-জোখের বিষয়টাকে বলা হয় পরিমাপ। সুতরাং, কোন কিছুর পরিমাণ নির্ণয় করাকে পরিমাপ বলা হয়।[১][২]
Answered by
1
সূক্ষ্মভাবে দৈর্ঘ্য মাপার জন্য ভার্নিয়ার ক্যালিপার্স, স্ক্রু গেজ ইত্যাদি যন্ত্র ব্যবহার করা হয়।
- দৈর্ঘ্য পরিমাপ করার প্রধান যন্ত্র হলো স্কেল। কিন্তু সূক্ষ্ম পরিমাপের ক্ষেত্রে সাধারণ স্কেল দিয়ে পরিমাপ করা অনেক সময়েই অসুবিধাজনক হয়ে ওঠে।
- এই ক্ষেত্রে আমাদের কাজে লাগে ভার্নিয়ার ক্যালিপার্স, স্ক্রু গেজ ইত্যাদি যন্ত্র। এই সকল যন্ত্রের সাহায্যে আমরা সাধারণ স্কেলের তুলনায় অনেক সূক্ষ্ম মাপ নিতে পারি এবং সেই পরিমাপ প্রায় ত্রুটিমুক্ত হয়।
- প্রসঙ্গত উল্লেখ্য যে, এই সকল যন্ত্র ব্যবহার করা সাধারণ স্কেল ব্যবহার করার তুলনায় অনেক বেশি কঠিন।
Similar questions