India Languages, asked by sorenmrinal60, 2 months ago

ইউনিফর্ম কেন দেওয়া হয়​

Answers

Answered by DEBOBROTABHATTACHARY
1

এর একাধিক কারণ রয়েছে।

১. বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের সন্তানেরা একটি স্কুলে পড়ে থাকে, যাদের আর্থিক অবস্থা সমান নয়। তাই সব ছাত্রছাত্রীর ব্যক্তিগত পোশাকে ভিন্নতা থাকবে। কারওটি অনেক দামী এবং ঝলমলে আবার কারোটি অতি সাধারণ। সঙ্গতভাবেই নিম্ন মানের পোশাক যে পরবে তার মন খারাপ থাকবে। শ্রেণি বৈশম্য যাতে শিক্ষার্থীদের মনকে আক্রান্ত না করে এ কারণেই মূলতঃ ইউনিফর্ম এর প্রচলন শুরু হয়।

২. একই রকম পোশাক পরলে সবাইকে এক রকম লাগার কারণে স্বাভাবিক ভাবে সুন্দর লাগে।

৩. প্রত্যেক স্কুলের নিজস্ব মনোনিত ইউনিফর্ম রয়েছে, এটা ঐ প্রতিষ্ঠানের পরিচয় বহন করে।

৪. পথেঘাটে কোন বিপদ হলে অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দ্যায়।

৫. বখাটে ছেলেরা বিরক্ত করার সাহস পায়না।

Similar questions