'আমাদের চোখ মুখ ঢাকা'___ চোখমুখ ঢাকার কারণ কি
Answers
Answered by
2
‘আয় আরাে বেঁধে বেঁধে থাকি’ কবিতায় কবি শঙ্খ ঘােষ’ বলেছেন যে নিজেদের স্বার্থে ক্ষমতাবান শাসকরা ইতিহাসকে এমনভাবে রচনা করেছে,যার ফলে সাধারণ মানুষ প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হয়ে বারােমাস ভিখারিতে পরিণত হয়েছে।এখানে তিনি আমরা বলতে খেটে খাওয়া মানুষের কথা বলেছেন। এই সব মানুষ গুলো উদয় অস্ত পরিশ্রম করে নিজের গায়ের রক্ত জল করে দুবেলার খাবারের জোগাড় করে, এই মানুষ গুলি যুদ্ধের কারণে সর্বস্ব হারিয়েছে , দীর্ঘকাল ধরে তারা পথে পথে ঘুরে আশ্রয় ভিক্ষা করছে । অর্থাৎ গণতন্ত্র শ্বাস- রুদ্ধ অবস্থায়ে অসহায় ভাবে অপেক্ষা করছে পরিবরতনের।
যুদ্ধের কারণে এখন অন্য একধরনের ভিক্ষা করছে। তাই বলা হয়েছে, “আমাদের চোখমুখ
ঢাকা/আমরা ভিখারি বারােমাস।”
Similar questions