ষষ্ঠ ঘাতের সূত্র কাকে বলে ?
Answers
Answered by
17
Explanation:
নদীর বহন ক্ষমতা নির্ভর করে গতিবেগ জলের পরিমাণ পদার্থের পরিমাণের উপর। যদি নদীর গতি বেগ কোন কারনে দ্বিগুণ বৃদ্ধি পায় তাহলে সেই নদীর বহন করার ক্ষমতা 64 গুন হারে বাড়ে, একেই ষষ্ঠ ঘাতের সূত্র বলে।
Answered by
1
ষষ্ঠ ঘাতের সূত্র -এর বিবরণ হল নিম্নরুপ -
মূল সূত্র :
- কোন নদীর গতিবেগ যদি কোন কারণে পূর্বের তুলনায় দ্বিগুণ (2 গুণ) বৃদ্ধি পায় তাহলে সেই নদীর বহন ক্ষমতা পূর্বের তুলনায় 64 গুণ (2⁶ = 64) বৃদ্ধি পায়। নদীর গতিবেগ বৃদ্ধির সাথে নদীর বহন ক্ষমতা বৃদ্ধির এই গাণিতিক সম্পর্কটিকেই ষষ্ঠ ঘাতের সূত্র বলা হয়ে থাকে।
গাণিতিক পর্যালোচনা :
- ষষ্ঠ ঘাত মানে কোন সংখ্যার ঘাত হিসেবে 6 -এর কথা বলা হচ্ছে।
- সেইভাবেই 2-এর ঘাতে 6 বসালে আমরা পাই 64।
- এইভাবেই নদীর গতিবেগ বৃদ্ধি যদি দ্বিগুণ হয় তাহলে 2-এর ঘাতে 6 বসিয়ে অর্থাৎ ষষ্ঠ ঘাত প্রয়োগ করে আমরা 64 সংখ্যাটি পাই, এবং এই 64 সংখ্যাটি নির্দেশ করে যে নদীর গতিবেগ দ্বিগুণ বৃদ্ধি পাবার পরিপ্রেক্ষিতে নদীর বহন ক্ষমতা বৃদ্ধি পেয়েছে 64 গুণ।
সূত্রের ব্যবহার :
- নদীর গতিবেগ বৃদ্ধির সাপেক্ষে নদীর বহনক্ষমতা বৃদ্ধির পরিমাণ নির্ণয় করাই এই সূত্রের প্রধানতম ব্যবহার। (নদীর বহনক্ষমতা নির্ণয় বিভিন্ন ভৌগলিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ)
অতএব, আমরা ষষ্ঠ ঘাতের সূত্র সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম।
Similar questions
Hindi,
2 months ago
Math,
2 months ago
Social Sciences,
4 months ago
Business Studies,
10 months ago
Science,
10 months ago