Physics, asked by shahinurrafi, 4 months ago

বল একটি লম্ব রাশি ব্যাখ্যা কর​

Answers

Answered by DEBOBROTABHATTACHARY
5

বল নিজে স্বাধীন বা নিরপেক্ষ নয়। একে প্রকাশ করতে ভর ও ত্বরণের দরকার হয়। নিউটনের গতির দ্বিতীয় সূত্র হতে আমরা জানি, বল = ভর × ত্বরণ। এখানে ভর মৌলিক রাশি ঠিকই; কিন্তু ত্বরণ আবার লব্ধ রাশি। কারণ ত্বরণ স্বাধীন বা নিরপেক্ষ নয়। ত্বরণকে প্রকাশ করতে দূরত্ব ও সময়ের প্রয়োজন হয়।

অর্থাৎ বল = ভর × (সরণ ÷ সময়^২) সুতরাং বলকে প্রকাশের জন্য ভর, সরণ ও সময় এ তিনটি মৌলিক রাশি প্রয়োজন।

তাই বল একটি লব্ধ রাশি।

Similar questions