ট্যাকটিক চলনের একটি উদাহরণ দাও।
Answers
Answer:
৷ ফটোট্যাকটিক (Phototactic)
উদ্ভিদের সমস্ত দেহ যখন আলো উদ্দীপকের প্রভাবে স্থান পরিবর্তন করে, তখন তাকে ফটোট্যাকটিক বা আলোক-অভিমুখ্য চলন বলে। কয়েক প্রকার শৈবালের এই রকম চলন দেখা যায়।
২৷ থার্মট্যাকটিক (Thermotactic)
উদ্ভিদের সমস্ত দেহ যখন উষ্ণতা উদ্দীপকের প্রভাবে স্থানান্তরিত হয়, তখন থার্মট্যাকটিক বা উষ্ণতা অভিমুখ্য চলন বলে। পাতাশেওলা নামে উদ্ভিদের পাতার কোষের প্রবাহ গতি এই রকম চলন।
৩৷ কেমোট্যাকটিক (Chemotactic)
উদ্ভিদের সমগ্র দেহ বা কোনো অংশ যখন কোনো রাসায়নিক পদার্থের আকর্ষণে এক স্থান থেকে অন্য স্থানে যায়, তখন তাকে কেমোট্যাকটিক চলন বলে। যেমন ম্যালিক অ্যাসিডের আকর্ষণে ফার্ন গাছের শুক্রাণু ডিম্বাণুর দিকে ধাবিত হয়। গ্লুকোজের দ্বারা আকৃষ্ট হয়ে মসের শুক্রানুর চলন এই ধরনের।
৪৷ হাইড্রোট্যাকটিক ( Hydrotactic )
জলের প্রভাবে যে ট্যাকটিক চলন হয়, তাকে হাইড্রোট্যাকটিক বলে। যেমন শৈবালের শুষ্ক অঞ্চল থেকে জলের দিকের চলন।
Explanation:
I hope its help you
ট্যাকটিক চলন: এই প্রকার চলন এর একটি উদাহরণ হল, শৈবালের আলোকের দিকে চলন|
ট্যাকটিক চলন: বহিস্থ কোনও উদ্দীপকের গতিপথ ও তীব্রতার প্রভাবে উদ্ভিদ বা উদ্ভিদ অঙ্গের সামগ্রিক স্থান পরিবর্তনকে ট্যাকটিক চলন বা আবিষ্ট সামগ্রিক চলন বলে।
উদ্দীপকের: যে-সমস্ত বাহ্যিক বা অভ্যন্তরীণ শর্ত জীবদেহে প্রতিক্রিয়া সৃষ্টি করতে বা সাড়া দিতে সাহায্য করে, তাদের উদ্দীপক বলে |
To learn more about biology follow the given link
https://brainly.com/question/23523165?
#SPJ3