৫. সন্ধি বিচ্ছেদ করাে : বঙ্গোপসাগর, তন্ময়, সাবধান, ত্রিশেক, পঞ্চানন।
Answers
Answered by
32
প্রদত্ত শব্দগুলির সন্ধি বিচ্ছেদ করে পাই -
- বঙ্গোপসাগর শব্দটির সন্ধিবিচ্ছেদ করে পাই = বঙ্গ + উপসাগর।
- তন্ময় শব্দটির সন্ধিবিচ্ছেদ করে পাই = তৎ + ময়।
- সাবধান শব্দটির সন্ধিবিচ্ছেদ করে পাই = সাব + অবধান।
- ত্রিশেক শব্দটির সন্ধিবিচ্ছেদ করে পাই = ত্রিশ + এক।
- পঞ্চানন শব্দটির সন্ধিবিচ্ছেদ করে পাই = পঞ্চ + আনন।
- উপরিউক্ত সমস্ত সন্ধি বিচ্ছেদ বাংলা ব্যাকরণের নিয়ম মেনেই করা হয়েছে, এবং প্রতিটি সন্ধিবিচ্ছেদের পিছনে আলাদা আলাদা নিয়ম রয়েছে।
Answered by
9
Answer:
বঙ্গ+ উপসাগর।
তৎ+ ময়।
সাব+ অবধান।
ত্রিশ+ এক ।
পঞ্চ + আনন।
Similar questions