‘কবি সংগীত' প্রবন্ধে কবিগান ও কবিওয়ালাদের সম্পর্কে রবীন্দ্রনাথ যে মূল্যায়ন করেছেন তার
পরিচয় দাও।
Answers
Answered by
1
Answer:
কবি গান ও কবি সঙ্গীত সম্পর্কে রবীন্দ্রনাথ কি মূল্যায়ন করেছেন তা আমি পুরো দক্ষতার সাথে বলতে পারব না। কারণ সেই বিষয়ে আমার কোনও ধারণা নেই।
Answered by
1
Answer:
বিশ্বশেরা লেখক রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত ' কবি সঙ্গীত ' প্রবন্ধে তিনি কাব্যসাহিত্য এবং আধুনিক কাব্যসাহিত্যের মাঝখানে কবি-ওয়ালাদের গান নিয়ে লিখেছেন। তিনি মনে করেন এগুলোই আধুনিক এবং "পরমায়ু অতিশয় স্বল্প"। লেখক কবি গান কে গোধূলির সময় পতঙ্গের সাথে তুলনা করেছেন। তিনি বলেছেন যে যেরকম ভাবে গোধূলির সময় আকাশে পতঙ্গের ভির জমে যায় আর রাত হতেই তারা অদৃশ্য হয়ে যায়, ঠিক সেই ভাবেই কবির গান ও লোকে ভুলে গেছে।
Similar questions