আইসোথার্ম কাকে বলে?????
Answers
Answered by
3
আইসো অর্থাৎ একই বা সমান থার্ম অর্থাৎ তাপমাত্রা । কোনো একটি নির্দিষ্ট সময়ে গড়ে মানচিত্রে একই তাপমাত্রার বিন্দু সমূহ কে সংযোগকারী রেখাকে আইসোথার্ম বলে।
or,
স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের উপর বিভিন্ন চাপ প্রয়োগ করে এবং সংশ্লিষ্ট চাপে ঐ গ্যাসের আয়তন লিপিবদ্ধ করে X- অক্ষ বরাবর চাপ ও Y-অক্ষ বরাবর আয়তন স্থাপন করলে যে সব রেখা সমূহ পাওয়া যায়, তাদের আইসোথার্ম বলে।
Similar questions