বিশ্বজুড়ে করোনা ভাইরাসের প্রভাব বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো
Answers
বিশ্বজুড়ে করোনা ভাইরাসের প্রভাব বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা :
অমল : কী রে, বিমল! কোথায় চলেছিস?
বিমল : বাজারে। তোর কী খবর?
অমল : এই খবর দেখছিলাম। একটু অক্সিজেনের খোঁজে বেরিয়েছি। কিন্তু তোর মাস্ক কই?
বিমল : করোনা কোথায়! সবটাই তো গুজব।
অমল : কে বলল? করোনার খবর তাহলে কিছুই জানিস না। এখন হয়তো আমাদের এলাকায় এর প্রভাব লক্ষ্য করা যাচ্ছে না, তবে আশেপাশের খবর জানলে বুঝবি কী অবস্থা!
বিমল : তাই?
অমল : হ্যাঁ। কোলকাতায় তো প্রতিদিন প্রায় এক হাজার জনের পজিটিভ দেখা দিচ্ছে। যদিও মৃত্যুর খবর নেই, কষ্ট তো আছে।
বিমল : হুম, সেটা তো ঠিক।
অমল : আগের সিম্পটোম সব দেখা হয়তে দিচ্ছে না। তবে সর্দি, কাশি, জ্বর, গলায় ব্যাথা, শ্বাসকষ্ট তো আছেই।
বিমল : আমারও হবে নাকি?
অমল : সেটা তোর আর তোর বাড়ির লোকের চলাচলের উপর নির্ভর করবে। বিশেষ কারণ ছাড়া ভীড়ে প্রবেশ করা চলবে না। একটার জায়গায় দুটো মাস্ক পরা চলবে। স্যানিটাইজার দিয়ে নিয়মিত হাত ধোওয়া। এসবের পাশাপাশি গরম পানীয় খেতে হবে প্রতিদিন। এতে করে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে।
বিমল : এখন তো ভ্যাক্সিন দেওয়া শুরু হয়েছে। তাও কি এতসব মানতে হবে?
অমল : কথাটা কিন্তু মানা বা না মানার নয়। কথাটা নিজের সুরক্ষার। খবরে তো বলছে যে ভ্যাক্সিন নেওয়া সত্ত্বেও শরীর অসুস্থ হচ্ছে। এ বিষয়ে গবেষণা চলছে এখনও। ওমিক্রন ভ্যারিয়েন্ট তো আরও দ্রুত ছড়াচ্ছে।
বিমল : আচ্ছা, আমি তাহলে বাড়ি ফিরে যাই। বিশেষ প্রয়োজন নেই যদিও। একটা বাংলা সহায়িকা কিনতে যাচ্ছিলাম। তোর কাছে হবে কি?