Physics, asked by 20070040, 3 months ago

সিক্ত ও শুষ্ক বালব হাইগ্রোমিটারের তাপমাত্রার পার্থক্য শূন্য হলে আর্দ্রতা কিরূপ হবে?ব্যাখ্যা কর।​

Answers

Answered by varunkapil198181
0

Answer:

I hope this answer will be helpful for you and mark me as brainliest answer buddy.

Explanation:

শিশিরাঙ্ক হলো এমন তাপমাত্রা যাতে পৌছালে বায়ু, জলীয়বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়। বায়ুকে আরো শীতল করলে এতে উপস্থিত জলীয়বাষ্প ঘনীভূত হয়ে তরল জল (শিশির) উৎপাদন করে। বাতাসের চেয়ে শীতল এমন কোনো পৃষ্ঠের সংস্পর্শে এসে যখন বায়ু শিশিরাঙ্কে পৌছায়, তখন জল ঐ পৃষ্ঠের উপর ঘনীভূত হয়।

যখন তাপমাত্রা জলের হিমাঙ্কের নিচে অবস্থান করে তখন শিশিরাঙ্ককে বরফ বিন্দু (ফ্রস্ট পয়েন্ট) বলা হয়ে থাকে, কেননা বরফ ঘনীভূত না হয়ে জমাটবদ্ধকরণের মাধ্যমে গঠিত হয়।[৩] শিশিরাঙ্কের পরিমাপ আর্দ্রতার সাথে জড়িত। উচ্চ শিশিরাঙ্ক বায়ুতে আর্দ্রতার আধিক্যকেই নির্দেশ করে।

তরলের ক্ষেত্রে মেঘ বিন্দু সমতুল্য শব্দ।

Similar questions