Geography, asked by royn99224, 4 months ago

. ‘মৃত্তিকার পরিলেখ’ কাকে বলে?​

Answers

Answered by cpadmanabha
1

Answer:

ভূপৃষ্ঠ থেকে নীচের দিকে আদি শিলা পর্যন্ত পরপর মাটির সুবিন্যস্ত স্তরসমূহের উল্লম্ব প্রস্থচ্ছেদকে মাটির পরিলেখ বা প্রােফাইল বলে।

Answered by SHALVIAGARWAL
1

Answer:

মৃত্তিকা পরিলেখ বা প্রােফাইল

ভূপৃষ্ঠ থেকে নীচের দিকে আদি শিলা পর্যন্ত পরপর মাটির সুবিন্যস্ত স্তরসমূহের উল্লম্ব প্রস্থচ্ছেদকে মাটির পরিলেখ বা প্রােফাইল বলে। হিউমিফিকেশন, খনিজকরণ, এলুভিয়েশন ও ইলুভিয়েশন প্রভৃতি মৃউৎপাদী প্রক্রিয়ার মাধ্যমে অবিন্যস্ত রেগােলিথের মধ্যে চূর্ণীকৃত ও বিয়ােজিত শিলাসমূহ অনুভূমিকভাবে বিন্যস্ত হয়ে জন বা স্তর তৈরি করে। রুশ বিজ্ঞানী ডকুচেভ (V. V. Dokuchaev) প্রথম স্তরায়ন তথা মৃত্তিকা পরিলেখের কথা উল্লেখ করেন।

মৃত্তিকা পরিলেখের বৈশিষ্ট্য

প্রতিটি পরিণত মৃত্তিকার পরিলেখে দুটি স্তর খুবই স্পষ্ট। এগুলি হল- [1] জৈবিক স্তর ও [2] খনিজ স্তর।

[1] জৈবিক স্তর : মৃত্তিকা পরিলেখের ওপরের স্তরটি জৈব পদার্থে সমৃদ্ধ। এই স্তরের ওপরের অংশ বা স্তরটি অবিয়োজিত জৈব পদার্থে ঢাকা থাকে। এই স্তরটি O1 বা A00 স্তর নামে পরিচিত। এর ঠিক নীচের স্তরটি আংশিক বা সম্পূর্ণরূপে বিয়ােজিত। এই স্তরটি O2 বা A0 স্তর নামে পরিচিত। এই স্তরগুলি সাধারণত বনভূমি অঞ্চলে দেখা যায়।

[2] খনিজ স্তর : মৃত্তিকা পরিলেখে খনিজ স্তরকে তিনটি উপস্তরে ভাগ করা হয়। এগুলি হল—

A হােরাইজন বা ক্ষরিত স্তর : জৈবিক স্তরের ঠিক নীচের স্তরটি A হােরাইজন নামে পরিচিত। এই স্তরটি সূক্ষ্ম সূক্ষ্ম মৃত্তিকা কণা দ্বারা গঠিত। এই স্তরটি খনিজ ও জৈব পদার্থে সমৃদ্ধ। দ্রবীভূত পদার্থসমূহ এই স্তর থেকে এলুভিয়েশন অর্থাৎ ধৌত প্রক্রিয়ায় নীচের স্তরে ক্ষরিত বা অপসারিত হয়। তাই এই হােরাইজনকে ক্ষরিত বা ধৌত স্তর (Zone of Eluviation) বলে। তাই এই স্তর সূক্ষ্ম কর্দমকণা ও খনিজ শূন্য হয়ে পড়ে। এই স্তরের মাটির রং হালকা হয়।

B হােরাইজন বা সঞ্চয় স্তর : A স্তরের নীচের স্তর B হােরাইজন নামে পরিচিত। ধৌত প্রক্রিয়ায় A হােরাইজনের অতিসূক্ষ্ম কর্দমকণা ও দ্রবীভূত পদার্থসমূহ অপসারিত হয়ে B হােরাইজনে সঞ্চিত হয়। এই স্তরে A স্তরের বাহিত পদার্থসমূহ সঞ্চিত হয় বলে, এই স্তরকে পুষ্টি মৌলের ভাণ্ডার বলা হয়। এই স্তরের মাটির রং গাঢ় হয়।

C হােরাইজন বা শিলাচূর্ণ স্তর : মৃত্তিকা পরিলেখের সর্বনিম্ন স্তরটি C স্তর বা C হােরাইজন নামে পরিচিত। এই স্তরটি আংশিক বা সম্পূর্ণ শিলাচূর্ণ দ্বারা সৃষ্ট। এই স্তরটি আদি শিলা ও মৃত্তিকার মধ্যে সংযােগসাধনকারী স্তর।

আশা করি এই উত্তরটি আপনাকে সাহায্য করবে

Similar questions