CBSE BOARD X, asked by prithwirajbhowmick63, 1 month ago

ই বুক আর বর্তমান শিক্ষার্থীরা​

Answers

Answered by ashubaby143
1

Explanation:

তাঁর কল্পনার তারিখটার প্রায় দেড়শো বছর আগে, তাঁরই জন্মশতবর্ষে যে পৃথিবীতে তেমন একটা দিনের সম্ভাবনা দেখা দেবে, বোধ হয় কল্পনাও করতে পারেননি আইজ়্যাক অ্যাসিমভ। ১৯৫১ সালে একটা গল্প লিখেছিলেন, ‘দ্য ফান দে হ্যাড’। গল্পের ঘটনাগুলো ঘটছে ২১৫৭ সালে। জীবন্ত শিক্ষক, স্কুল আর কাগজে ছাপা বই— তিনটেই তখন প্রায় প্রাগৈতিহাসিক যুগের বিষয়। গল্পে ২১৫৭ সালের ১৭ মে মার্জি নামের মেয়েটি তার ডায়েরিতে লিখছে, ‘আজ টমি একটা আসল বই খুঁজে পেয়েছে।’ আসল একটা বই! কাগজে ছাপা, যার একটা ধরাছোঁয়ার শরীর আছে! বইটা আবার একটা স্কুল নিয়ে, যে স্কুলকে রীতিমতো ঘেন্না করে মার্জি। করারই কথা। ওর স্কুল মানে তো ‘স্কুলরুম’, শোওয়ার ঘরের পাশেই। সেখানে যন্ত্র-শিক্ষকের কাছে পড়তে হয়, হোমটাস্ক গুঁজে দিতে হয় যন্ত্রের নির্দিষ্ট স্লটে।

তাঁর কল্পনার তারিখটার প্রায় দেড়শো বছর আগে, তাঁরই জন্মশতবর্ষে যে পৃথিবীতে তেমন একটা দিনের সম্ভাবনা দেখা দেবে, বোধ হয় কল্পনাও করতে পারেননি আইজ়্যাক অ্যাসিমভ। ১৯৫১ সালে একটা গল্প লিখেছিলেন, ‘দ্য ফান দে হ্যাড’। গল্পের ঘটনাগুলো ঘটছে ২১৫৭ সালে। জীবন্ত শিক্ষক, স্কুল আর কাগজে ছাপা বই— তিনটেই তখন প্রায় প্রাগৈতিহাসিক যুগের বিষয়। গল্পে ২১৫৭ সালের ১৭ মে মার্জি নামের মেয়েটি তার ডায়েরিতে লিখছে, ‘আজ টমি একটা আসল বই খুঁজে পেয়েছে।’ আসল একটা বই! কাগজে ছাপা, যার একটা ধরাছোঁয়ার শরীর আছে! বইটা আবার একটা স্কুল নিয়ে, যে স্কুলকে রীতিমতো ঘেন্না করে মার্জি। করারই কথা। ওর স্কুল মানে তো ‘স্কুলরুম’, শোওয়ার ঘরের পাশেই। সেখানে যন্ত্র-শিক্ষকের কাছে পড়তে হয়, হোমটাস্ক গুঁজে দিতে হয় যন্ত্রের নির্দিষ্ট স্লটে।করোনার এই পৃথিবীতে কিছুটা হলেও এ অভিজ্ঞতা হয়েছে আমাদের। অনেক স্কুলে শুরু হয়েছে অনলাইন ক্লাস, পড়ুয়াদের বসতে হচ্ছে কম্পিউটার বা মোবাইলের সামনে। শিক্ষক অবশ্য এখনও মানুষ। কিন্তু কাগজে ছাপা, বাঁধানো, স্কুলের নতুন বই আপাতত ধরাছোঁয়ার বাইরে। বই আপাতত স্লাইড শো বা পিডিএফ লিঙ্ক। হোমটাস্ক পাঠাতে হচ্ছে ই-মেলে, সংশোধনও আসছে সেখানেই।

Similar questions