Art, asked by chumkishaw4, 2 months ago

৪. প্রদত্ত সূত্র ও তথ্য অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করাে:
সুভাষ মুখােপাধ্যায়
জন্ম : ১৯১৯ খ্রিস্টাব্দের ১২ ফ্রেব্রুয়ারি, নদীয়া। পিতা : ক্ষিতিশ চন্দ্র মুখােপাধ্যায়। মাতা : যামিনী দেবী।
শিক্ষা : রাজশাহী জেলার নওগাঁয় শিক্ষা জীবন শুরু করে কলকাতার মেট্রোপলিটন স্কুল, মিত্র
ইন্সটিটিউশন, দর্শন নিয়ে বি.এ. পাস করেন। রাজনৈতিক বাস্তবতায় এম. এ পরীক্ষা দিতে পারেন নি।
তার সৃষ্টি : স্কুলে পড়াকালীন কবিতা লেখার সূত্রপাত। তার উল্লেখযােগ্য কাব্যগ্রন্থ- পদাতিক,
অগ্নিকোণ, চিরকুট, ফুল ফুটুক, যত দূরেই যাই, কাল মধুমাস, ছেলে গেছে বনে প্রভৃতি। উপন্যাস :
হংসরাজ, কমরেড, কথা কত প্রভৃতি। ভ্রমণ মূলক : আমার বাংলা, যখন যেখানে, নারদের ডায়েরী
প্রভৃতি। সন্মান : সাহিত্য একাদেমি পুরস্কার, জ্ঞানপীঠ, আনন্দ পুরস্কার। মৃত্যু : ২০০৩ খ্রিস্টাব্দের ৮
ই জুলাই।बंगाली बांग्ला ​

Answers

Answered by addi123jha
0

Answer:

রাজশাহী জেলা (রাজশাহী বিভাগ) আয়তন: ২৪০৭.০১ বর্গ কিমি। অবস্থান: ২৪°০৭´ থেকে ২৪°৪৩´ উত্তর অক্ষাংশ এবং ৮৮°১৭´ থেকে ৮৮°৫৮´ পূর্ব দ্রাঘিমাংশ। সীমানা: উত্তরে নওগাঁ জেলা, দক্ষিণে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য , কুষ্টিয়া জেলা ও পদ্মা নদী, পূর্বে নাটোর জেলা, পশ্চিমে নবাবগঞ্জ জেলা। এ জেলা বরেন্দ্রভূমি, দিয়ারা ও চরাঞ্চল নিয়ে গঠিত।

জনসংখ্যা ২২৮৬৮৭৪; পুরুষ ১১৮৪৪৪৮, মহিলা ১১০২৪২৬। মুসলিম ২১৩৬৭০২, হিন্দু ১১২৬৪৩, বৌদ্ধ ২২৭৬৫, খ্রিস্টান ৫৯৯ এবং অন্যান্য ১৪১৬৫। এ জেলায় সাঁওতাল আদিবাসী জনগোষ্ঠীর বসবাস রয়েছে।

জলাশয় প্রধান নদী: পদ্মা, মহানন্দা, শিব। গোদাগাড়ীর পালতোলা বিল এবং চলন বিল উল্লেখযোগ্য।

প্রশাসন রাজশাহী জেলা গঠিত হয় ১৭৭২ সালে। এ জেলা ভেঙ্গে পর্যায়ক্রমে গঠিত হয় মালদহ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ ও নবাবগঞ্জ জেলাসমূহ। ১৮৭৬ সালে রাজশাহী শহরটি

Similar questions