১ এবং মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু নির্ণয় করাে : ৬৬ ও ৮৪।
(খ) দুটি সংখ্যার গসাগু ৫ এবং লসাগু ৬০। একটি সংখ্যা ১৫ হলে, অপরটি কত ?
(গ)
Answers
- ৬৬ ও ৮৪ এর গ.সা.গু = ৬
- অপর সংখ্যাটি হল = ২০
Given (দেওয়া আছে) :
৬৬ ও ৮৪
To find (নির্ণয় করতে হবে) :
(ক) মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু নির্ণয় করাে : ৬৬ ও ৮৪।
(খ) দুটি সংখ্যার গসাগু ৫ এবং লসাগু ৬০। একটি সংখ্যা ১৫ হলে, অপরটি কত ?
Solution :
Step 1 of 2 :
মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু নির্ণয় করাে
সংখ্যা দুটি হল ৬৬ ও ৮৪
মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে পাই
৬৬ = ২ × ৩ × ১১
৮৪ = ২ × ২ × ৩ × ৭
এখন , ২ × ৩ = ৬
এখানে দেখা যাচ্ছে যে ৬৬ ও ৮৪ এর সাধারণ গুণনীয়ক বা উৎপাদকগুলির মধ্যে যে উৎপাদকটি হল বড়ো সেটি হল ৬
সুতরাং , ৬৬ ও ৮৪ এর গ. সা. গু = ৬
Step 2 of 2 :
অপর সংখ্যাটি নির্ণয় করাে
আমরা জানি ,
সংখ্যাদুটির গ.সা.গু × ল.সা.গু = দুটি সংখ্যার গুণফল
⇒ ৫ × ৬০ = ১৫ × অপর সংখ্যা
⇒ ৩০০ = ১৫ × অপর সংখ্যা
⇒ অপর সংখ্যা = ৩০০/১৫
⇒ অপর সংখ্যা = ২০
সুতরাং , অপর সংখ্যাটি হল = ২০
━━━━━━━━━━━━━━━━
Brainly থেকে আরো জানুন :-
মৌলিক উৎপাদক কাকে বলে ?
https://brainly.in/question/26961589
2. চার অঙ্কের কোন বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা 12,18 ও 30 দ্বারা বিভাজ্য
https://brainly.in/question/23997497
#SPJ2