Geography, asked by mithudas1977das, 3 months ago

নদীর ক্ষয় কার্যের ফলে সৃষ্ট তিনটি প্রধান ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো​

Answers

Answered by sandipthete3
19

Answer:

নদীর উৎস থেকে মোহনা পর্যন্ত অংশে ক্ষয়কার্য ও সঞ্চয় কার্যের ফলে নানা রকম ভূমিরূপ সৃষ্টি হতে দেখা যায়। নদীর ক্ষয়জাত ভূমিরূপ গুলি সাধারণত নদীর পার্বত্য প্রবাহে বা উচ্চগতিতে দেখা যায়, কারণ সেখানে নদীর জলপ্রবাহের গতি বেশি থাকে বলে ক্ষয়কার্য বেশি হয়। নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট বিভিন্ন ভূমিরূপ গুলি হল –

১. I ও V আকৃতির নদী উপত্যকা – পার্বত্য অঞ্চলে প্রবল জলস্রোত ও বাহিত শিলাখন্ডের সঙ্গে নদীখাতের ঘর্ষনের ফলে পাশ্বক্ষয় অপেক্ষা নিম্নক্ষয় বেশি হয়। এর ফলে নদী উপত্যকা সংকীর্ন ও গভীর হয়ে ইংরেজি ‘I’ অক্ষরের আকার ধারন করে।

অনেক সময় নিম্নক্ষয়ের সঙ্গে সঙ্গে সামান্য পাশ্বক্ষয়ও ঘটে। তখন নদী উপত্যকা গভীর হওয়ার সঙ্গে সঙ্গে সামান্য চওড়া হয়ে ইংরেজি ‘V’ আকৃতির আকার ধারন করে।

Answered by debdasgorain76
2

Explanation:

নদীর উৎস থেকে মোহনা পর্যন্ত

Similar questions