পশ্চিমবঙ্গের কোন জেলায় পৃথিবীর আবর্তন বেগ কম
Answers
Answered by
2
পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলির মধ্যে দার্জিলিং জেলায় পৃথিবীর আবর্তন বেগ সবথেকে কম।
- পশ্চিমবঙ্গে একাধিক জেলা রয়েছে, যাদের ভৌগলিক বিশেষত্ব একে অপরের থেকে সম্পূর্ণরূপে আলাদা।
- সেরকমই, পৃথিবীর আবর্তন বেগ হল এমন এক ভৌগোলিক বিশেষত্ব পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার বিভিন্ন পরিমাণে পরিলক্ষিত হয়।
- আমরা জানি যে, পৃথিবীর আবর্তন বেগ নিরক্ষীয় অঞ্চলে সর্বাধিক এবং নিরক্ষীয় অঞ্চলের থেকে যত আমরা মেরু অঞ্চলের দিকে যেতে থাকি সেই আবর্তন বেগের মান ক্রমশই কমতে থাকে।
- সেই অনুযায়ী, পশ্চিমবঙ্গের সর্বাধিক উত্তরে অবস্থিত যে জেলা সেই জেলাতেই পৃথিবীর আবর্তন বেগের মান অন্যান্য জেলা থেকে কম হবে। এইরুপ জেলা হলো একমাত্র দার্জিলিং।
- এখানে, সর্বাধিক উত্তরের দিকে ধরা হয়েছে কারণ পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ নিরক্ষরেখার উপরে অর্থাৎ উত্তর মেরুর কাছে অবস্থিত।
Similar questions