India Languages, asked by moumitasing925, 2 months ago

প্রশ্ন। ‘হরিদার জীবনে সত্যিই একটা নাটকীয় বৈচিত্র্য
সছে।'—হরিদা কে? তার কর্মকাণ্ডের মধ্যে যে-নাটকীয় বৈচিত্র্য ধরা
ড়েছে তা গল্প অনুসারে লেখাে।
S + 8
ঌ​

Answers

Answered by kramakarrudra
4

Answer:

হরিদা কে ? তার জীবনের নাটকীয় বৈচিত্রের পরিচয় দাও ?

Answered by barkinkar
3

হরিদার পরিচয় :

বাংলা সাহিত্য জগতের বিশিষ্ট সাহিত্যিক সুবোধ ঘোষের 1998 খ্রিস্টাব্দে সংকলিত 'গল্পসমগ্র গ্রন্থের' তৃতীয় খন্ড থেকে নেওয়া 'বহুরূপী' গল্পের প্রধান চরিত্র হলেন হরিদা।

শহরের সবচেয়ে সরু গলির ভেতরে ছোট্ট একটি ঘরে হরিদার বসবাস। তিনি এতটাই গরিব ছিল যে তাঁকে মাঝে মাঝেই উপোস করে থাকতে হয় অন্নাভাবে।

হরিদার কর্মকাণ্ডের নাটকীয় বৈচিত্র :

বহুমুখী হিসেবে এবং অভিনয়ে একদম নিখুঁত শিল্পী হরিদা

অভাবের নিদারুণ দংশন তাঁর হৃদয়ের শিল্পী সত্তাটাকে মোটেই আহত করতে পারে না।

অভাব তার নিত্যসঙ্গী কারণ কাজের একঘেয়েমি এবং সময়ের শাসন জানতে পারেন না বলে তিনি কোনো পেশায় নিযুক্ত হতে পারেননি।

তিনি মাঝে মাঝেই বহুরূপী সেজে পথে বেরিয়ে পড়েন।

বিচিত্র সাজে মানুষকে অবাক করে দেন।

তাঁর সাজ আর অভিনয় এত নিখুত যে তাঁকে কেউ চিনতেই পারে না।

তার সাজটাকে সত্য ভেবে নানান হাস্যকর প্রতিক্রিয়া করে মানুষেরা।

তখন এই শিল্পী মানুষ সেই ক্ষনিকের মুহূর্তে তার দরিদ্র জর্জর জীবন থেকে বেরিয়ে গিয়ে অন্য এক জগতে পৌঁছে যান।

এই ভাবেই তাঁর জীবন বৈচিত্রময় হয়ে ওঠে।

#SPJ3

Similar questions