History, asked by munmunkoley292, 2 months ago

নতুন সামাজিক ইতিহাসের বৈশিষ্ট্য আলোচনা করো ?​

Answers

Answered by msuranjana842
9

Explanation:

বর্তমান বর্তমান সমাজের সাধারণ মানুষের মর্যাদা, অস্তিত্ব ,অবদানকে নতুন সামাজিক ইতিহাস বেশি করে গুরুত্ব দেয়।

সাধারণ মানুষের ইতিহাসমূলক নতুন সামাজিক ইতিহাসের প্রধান বিষয়বস্তু।

মিশেল ফুকো প্রথম নতুন সামাজিক ইতিহাসের ব্যাপারে উদ্যোগী হন।

যে সব মানুষের সমাজে অস্তিত্ব রয়েছে কিন্তু ইতিহাসে অস্তিত্ব নেই অর্থাৎ রাজা মহারাজা নয় দাস, ক্রীতদাস ,কৃষ্ণাঙ্গ, সমাজবিরোধী, পাগল প্রভৃতি নিয়ে নতুন সামাজিক ইতিহাস রচিত হয়েছে। সেই জন্য এই ইতিহাস চর্চার মূল কথা হলো –study the history from below.

Answered by ankitjaydebpal
0

Answer:

আমি ও বাঙালি

Explanation:

আমাকে follow করো

Similar questions