রাধা তুমি সবেতেই আছো
শুধু ভাগ্যে নেই আমার,
শ্যামের বাঁশি রাতের কালোয়
তাই হল উজাড়।
আমি অকারনে তোমার খোঁজে
জ্বলে পুড়ে যাই,
ভালোবাসার ব্যাকরণে কারনের নেই ঠাঁই।
কালোর মনের সুরে কলঙ্কিনী
বিনোদিনী রাই,
প্রেমের স্রোতে একলা ভেসে
এবার তবে যাই।
রাধা তুমি সবেতেই আছো
শুধু ভাগ্যে নেই আমার,
শ্যামের বাঁশি রাতের কালোয়
তাই হল উজাড়।।
আমার মতো কে আর সুখী
বলো সবার চেয়ে,
হলাম তোমার মনের রাজা
তোমাকেই না পেয়ে।
হয়তো অনেক সুখেই আছো
তুমি আয়ান ঘরে,
প্রতি রাতে খোঁজে কানু
তোমায় বাঁশির সুরে।
কালোর মনের সুরে কলঙ্কিনী
বিনোদিনী রাই,
প্রেমের স্রোতে একলা ভেসে
এবার তবে যাই।
রাধা তুমি সবেতেই আছো
শুধু ভাগ্যে নেই আমার,
শ্যামের বাঁশি রাতের কালোয়
তাই হল উজাড়।।
Answers
Answered by
1
Answer:
এই গানটা আমার খুব প্রিয় গান ধন্যবাদ দেওয়ার জন্য
Answered by
0
রাধা তুমি সবেতেই আছো
শুধু ভাগ্যে নেই আমার,
শ্যামের বাঁশি রাতের কালোয়
তাই হল উজাড়।।
Similar questions