আপেক্ষিক গুরত্বকে আপেক্ষিক ঘনত্ব বলা হয় কেন?
Answers
Answered by
1
Answer:
পদার্থের একক আয়তনের ভরকে তার ঘনত্ব বলা হয় । আর পদার্থটি তার সমআয়তনবিশিষ্ট 4°C উষ্মতার জল অপেক্ষা যতগুণ ভারী তা হল তার আপেক্ষিক গুরুত্ব উহার।
ঘনত্বের একটি নির্দিষ্ট একক আছে । কিন্তু আপেক্ষিক গুরুত্বের কোনাে একক নেই । এটি একটি সংখ্যামাত্র ।
ঘনত্ব একটি মাত্রা আছে। ঘনত্বের মাত্রা হলো ML^-2| কিন্তু আপেক্ষিক গুরুত্ব মাত্রাহীন ।
পরিমাপের সকল পদ্ধতিতেই আপেক্ষিক গুরুত্বের মান সমান । কিন্তু ঘনত্বের মান বিভিন্ন হয়। ঘনত্বের মান বিভিন্ন । যেমন , লােহার আপেক্ষিক গুরুত্ব সব পদ্ধতিতেই 7 . 8 কিন্তু লােহার ঘনত্ব CGS পদ্ধতিতে 7 . 87 g / cm^3 এবং SI - তে 7870 kg / m^3 ।
Explanation:
Pls mark as brainliest
Answered by
3
Answer:
কোনো পদার্থের আপেক্ষিক গুরুত্ব দুটি ঘনত্বের অনুপাত হওয়ায় আপেক্ষিক গুরুত্বকে আপেক্ষিক গুরুত্বকে আপেক্ষিক ঘনত্বও বলা হয়।
Similar questions