Science, asked by srinu2530, 1 month ago

সাইকাস আম ব্যাাঙ ও কবুতর জীব কেন? ব্যাখ্যা কর।

Answers

Answered by DEBOBROTABHATTACHARY
0

যাদের জীবন আছে তাদের জীব বলে

এখানে, সাইকাস আম ব্যাাঙ ও কবুতর সবার ই জীবন আছে তাই এরা জীব।

জীবের প্রধান বৈশিষ্ট্যগুলি হলো চলন, পুষ্টি, প্রজনন, রেচন, অনুভূতি, শ্বাসপ্রশ্বাস, বৃদ্ধি ও অভিযোজন।

জীবের প্রধান বৈশিষ্ট্যগুলো নিচে আলোচনা করা হলোঃ

১। চলন : জীব নিজের ইচ্ছায় নড়াচড়া করতে পারে। কোনো

জীব এক স্থান থেকে অন্য স্থানে যেতেও পারে। উদ্ভিদ বেড়ে উঠার সময় তার ডগা নড়াচড়া করে।

২। খাদ্য গ্রহণ : প্রতিটি জীবই খাদ্য গ্রহণ করে জীবনধারণ করে।

৩। রেচন : প্রতিটি জীব বিশেষ প্রক্রিয়ায় তার দেহে উৎপাদিত বর্জ্য পদার্থ বাইরে বের করে দেয়। এ প্রক্রিয়াই রেচন। মূত্র ও কার্বন ডাইঅক্সাইড ত্যাগ একধরনের রেচন প্রক্রিয়া।

৪। প্রজনন : প্রতিটি জীবই বংশবৃদ্ধি করতে পারে।

৫। শ্বাস-প্রশ্বাস : প্রতিটি জীব জন্মের পর থেকে শ্বাস গ্রহণ ও ত্যাগ করা শুরু করে।

৬। বৃদ্ধি : প্রতিটি জীব জন্মের পর থেকেই ধীরে ধীরে বৃদ্ধি পেতে

থাকে।

৭। অভিযোজন : একটি জীব পরিবেশের সাথে নিজেকে খাপ

খাওয়াতে বা মানিয়ে নিতে পারে।

Similar questions