Biology, asked by aritra07ad, 1 month ago

মেসোক্যারিওটিক কোশ ও ইউক্যারিওটিক কোশের পার্থক্য​

Answers

Answered by anthony123466
4

Answer:

ইউক্যারিওটিক কোষ:

1) আদর্শ নিউক্লিয়াস থাকে।

2) কোষ পর্দা ও কোষ প্রাচীর উভয়ই বর্তমান। তবে কোষপ্রাচীর কেবলমাত্র উদ্ভিদ কোষে থাকে।

3) সেন্ট্রোমিয়ার থাকে।

4) রাইবোজোম 80s প্রকৃতির।

5) ক্রোমোজোম গঠিত হয় ও তা ক্ষারীয় প্রোটিন যুক্ত।

মেসোক্যারিওটিক কোষ:

1) আদর্শ নিউক্লিয়াস থাকে।

2) কোষ পর্দা থাকে কিন্তু কোষ প্রাচীর থাকে না কোষ প্রাচীর এর পরিবর্তে পেলিকল থাকে।

3) সেন্ট্রোমিয়ার থাকে না।

4) রাইবোজোম 80s প্রকৃতির হয়।

5) ক্রোমোজোম গঠিত হয় ও তা আম্লিক প্রোটিন যুক্ত।

Explanation:

আশা করি আপনি উত্তরটি পছন্দ করবেন

Similar questions