বার্নৌলির নীতি উল্লেখ করো
Answers
Answered by
1
Answer:
প্রবাহী গতিবিদ্যায়, বার্নুলি'র নীতি অনুসারে বলা হয় যে, কোন প্রবাহীর গতিবেগ বৃদ্ধির সাথে যুগপৎভাবে ঐ প্রবাহী্র স্থির চাপ (static pressure) অথবা ঐ প্রবাহীর বিভব শক্তি হ্রাস পায়। ড্যানিয়েল বার্নুলি'র নামানুসারে এই নীতিটির নামকরণ করা হয়েছে। ... নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকেও সরাসরি বার্নুলি'র নীতি প্রতিপাদন করা যায়।
Similar questions