History, asked by UchhalHasan, 5 hours ago

নাগরিকদের মৌলিক অধিকার কোথায় সংরক্ষিত রয়েছে? ​

Answers

Answered by arifbabusona2000
0

Answer:

Answer:উঃ:- সংবিধানে এ অধ্যায়ের শুরুতেই ২৬ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, মৌলিক অধিকারের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ কোনো আইন করা যাবে না। আর যদি করা হয়, তবে তা বাতিল হয়ে যাবে। আইনের দৃষ্টিতে সমতা এবং আইনের আশ্রয়লাভ: আইনের দৃষ্টিতে প্রত্যেক নাগরিক সমান এবং আইনের সমান আশ্রয়লাভের অধিকারী।

Explanation:

আশা করি এটি আপনাকে সাহায্য করবে।

Similar questions