India Languages, asked by parijatmukherjee315, 2 months ago

১ মানুষের পাশে মানুষ কীভাবে দাঁড়াতে পারে ?
এটি দা৺ড়াও কবিতা থেকে নেওয়া​

Answers

Answered by Anonymous
21

কবি শক্তি চট্টোপাধ্যায় প্রতিটি মানুষকে মানবিক অনুভবের টানে প্রত্যেক অসহায় নিঃসঙ্গ মানুষের পাশে দাঁড়াতে বলেছেন।তিনি অনুভব করেছেন আজকের সভ্যতায় মানুষের অন্তরাত্মা গুমরে কাঁদছে। সেই কাতর মানুষদের দুঃখ ভুলিয়ে কাছে টেনে নিতে হবে, মানুষকে ভালোবেসে আপন করে নিতে হবে অর্থাৎ আর্থিক, মানসিক,সামাজিক প্রভৃতি সমস্ত দিক দিয়ে মানুষের পাশে দাঁড়াতে হবে।

Similar questions