আদিম মানুষ জোট বেঁধেছিল কেন? জোট বাঁধার কি সুফল হয়েছিল বলে তােমার মনে হয়?
Answers
Answer:
তাহলে তো শুনেছেন এটা- Unity is strength. মানে একতাই বল। মানুষ যে সামাজিক জীব, বা তাকে যে এখন সামাজিক জীব বলা হয়- সে তো এজন্যই। সেই সময় তারা জোট না বাঁধলে কি করে সব ধরনের বিপদ আপদ বা অন্যান্য থেকে রক্ষা পেত? এক না হলে একজন আরেকজনের কোন প্রয়োজন ও মেটাতে পারত না, কোন নতুন বুদ্ধি ও বের হত না। সম্পূর্ণ একা থাকলে, তার/তাদের জন্য সাস্টেইন করাটা কঠিন হয়ে পড়ত না? আপনি আপনার কথাই নাহয় চিন্তা করুন, আপনি হয়ত আপনার ফ্যামিলির সাথে একটা নির্দিষ্ট সমাজে বাস করেন। এখন হুট করে একা হয়ে গেলে, বা বনমানুষ হয়ে গেলে কি হবে? নিজেই বলুন।
আমরা কেউই একা একা থাকতে পারিনা যেট সত্যি কথা। অনেকেই থাকেন, সেটা যার যার ব্যাপার / চিন্তা।
তখন এক হওয়ার ফলে লাভ হয়েছে আমাদের এখনকার সমাজ, আমাদের এখনকার মনমানসিকতা, আচার ব্যবহার, সংস্কৃতি বা যাই বলেন। এক হওয়ার ফলে বিবর্তনের মাঝ দিয়েই তো এসব এসেছে, নাকি?
আমারতো এরকমই মনে হয়।