India Languages, asked by ba7325059, 5 hours ago

‘এটা খুবই জ্ঞানের কথা’— কার, কোন কথাকে জ্ঞানের কথা বলা হয়েছে ?​

Answers

Answered by Anonymous
5

প্রদত্ত প্রশ্নগুলির উত্তর হল নিম্নরূপ -

  • লিও টলস্টয় রচিত ইলিয়াস গল্প থেকে উদ্ধৃত উক্তিটি নেওয়া হয়েছে।
  • উদ্ধৃত উক্তিটির বক্তা হলেন জনৈক মোল্লা সাহেব।
  • এই গল্পে ইলিয়াস ও তার স্ত্রী শাম-সেমাগী পূর্বজীবনের ধনসম্পত্তি সমস্ত কিছুই হারিয়ে মহম্মদ শা-এর বাড়িতে ভাড়াটে মজুর হিসেবে দিনযাপন করতো। একদিন মহম্মদ শা-এর বাড়িতে আগত অতিথিরা, ইলিয়াস ও তার স্ত্রীকে তাদের বর্তমান দুঃখের ব্যাপারে জানতে চাইলে, ইলিয়াসের স্ত্রী নির্ভীক কন্ঠে জানায় যে ধনসম্পত্তি প্রভূত জিনিসে আসল শক্তি আসল সুখ রয়েছে প্রভু সেবায় কিংবা ঈশ্বর সেবায়।
  • ইলিয়াসের স্ত্রী-এর এমনতর জ্ঞানমন্ডিত কথা শুনে আগত অতিথিরা যখন হাসতে থাকে তখন মহম্মদ শা তাদেরকে থামিয়ে প্রশ্নে উদ্ধৃত উক্তিটি বলেছিলেন।
  • অল্প কথায়, ইলিয়াস ও তার স্ত্রী বুঝতে পেরেছিলো জাগতিক মোহ তুচ্ছ জিনিস এবং আসল সুখ ঈশ্বর সেবাতে রয়েছে। মহম্মদ শা ইলিয়াস ও শাম-সেমাগীর এইরুপ অনুভবকেই "খুন জ্ঞানের কথা" বলা অভিহিত করেছেন।
Similar questions