India Languages, asked by Aayesha6910, 8 hours ago

আঁচল পেতে বিশ্বভূবন ঘুমোচ্ছে এইখানে কবির এমন অনুভব এর কারণ বুঝিয়ে দাও

Answers

Answered by Swarup1998
6

ভরদুপুরে | নীরেন্দ্রনাথ চক্রবর্তী

'আঁচল পেতে বিশ্বভুবন ঘুমোচ্ছে এইখানে' :

  • বাংলা সাহিত্যের বিশিষ্ট কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী 'ভরদুপুরে' কবিতায় এক অলস দুপুরের চিত্র অঙ্কন করেছেন।

  • জনমানবহীন দুপুরটা নিস্তব্ধ। এর একমাত্র পথযাত্রী বাতাস যে কিনা 'মিহিন সাদা ধুলো' উড়িয়ে তার উপস্থিতির প্রমাণ দিচ্ছে।

  • অনেকদূরে মাঠে চরে বেড়াচ্ছে গরুবাছুররাখাল শুয়ে আছে গাছের তলায়। গ্রামের মানুষগুলোও অক্লান্ত পরিশ্রমের পরে যে যার ঘরে ঘুমিয়ে আছে।

  • শুধুমাত্র মানুষ ঘুমিয়ে নেই, ঘুমিয়ে আছে প্রকৃতির প্রতিটি সজীব ও নির্জীব উপাদান। ঠিক যেন এই পৃথিবী মা তাঁর আঁচলখানি বিছিয়ে দিয়ে নিদ্রারত।
Similar questions