একটি পুকুরের জলে বিষক্রিয়া হলে কোন কোন জীবের বাসস্থান নষ্ট হয়ে যেতে পারে আর অন্য কি কি ক্ষতি হতে পারে বলে তুমি মনে করো তা লেখো
Answers
Answer:
পুকুরের জল বিষক্রিয়ার কারনে মাছ এবং অন্যান্য জলজ প্রানির বাসস্থান নষ্ট হয় ।
এর ফলে জলের ভারসাম্য নষ্ট হয়ে যাবে , এর ফলে বন্য প্রানিও ওই জল পান করে নিজের প্রান হারাতে পারে ।
Explanation:
পুকুরের জল বিষক্রিয়ার কারনে মাছ এবং অন্যান্য জলজ প্রানির বাসস্থান নষ্ট হয় ।
এর ফলে জলের ভারসাম্য নষ্ট হয়ে যাবে , এর ফলে বন্য প্রানিও ওই জল পান করে নিজের প্রান হারাতে পারে ।
মাছ, কাঁকড়া, চিংড়ি, ঝিনুক ইত্যাদি ও জলজ উদ্ভিতের বাসস্থান নষ্ট হয়ে যাবে। এছাড়া জল দুর্গন্ধ হবে ফলে দূষণ ঘটবে। এই জল চাষের কাজে ও পশুদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না।
Thank you students.
keep asking.
একটি পুকুরের জলে বিষক্রিয়া হলে মাছ,জলজ পোকা,জলজ উদ্ভিদ এবং ওই পুকুরের জলজ বাস্তুতন্ত্রের বসবাসকারী অন্যান্য জীবের (আণুবীক্ষণিক জীবসহ) বাসস্থান নষ্ট হয়ে যেতে পারে।
উক্ত ঘটনাগুলি ছাড়া, একটি পুকুরে বিষক্রিয়া হলে নিম্নলিখিত ক্ষতিগুলিও হতে পারে -
- পুকুরের জলজ বাস্তুতন্ত্র আশেপাশে অনেক বাস্তুতন্ত্রের সাথে সম্পর্কিত। তাই জলে বিষক্রিয়ার ফলে পুকুর সংলগ্ন মাটি,গাছপালা ইত্যাদির মধ্যে বিষক্রিয়া ছড়াতে পারে। ফলে, পুকুরের মতনই পার্শ্ববর্তী অন্যান্য বাস্তুতন্ত্র ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।
- পুকুরের জল মানুষ বিভিন্ন কাজে ব্যবহার করে থাকে (স্নান,বাসন মাজা,জলপান,জলসেচ ইত্যাদি)। পুকুরের জলে বিষক্রিয়া হলে এবং মানুষের বিষাক্ত জল ব্যবহার করলে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত, এমনকি মরণাপন্নও (অত্যধিক ব্যবহারে) হতে পারে।
- সর্বোপরি ওই পুকুরের জল মজে গিয়ে দুর্গন্ধযুক্ত হয়ে উঠতে পারে। অর্থাৎ, পুকুরটি মানুষ কিংবা অন্যান্য জীব সবার ক্ষেত্রেই সম্পূর্ণ অব্যবহারযোগ্য হয়ে পড়বে এবং সংলগ্ন পরিবেশ তথা বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট হয়ে যাবে।
অতএব, আমরা পুকুরের জলের বিষক্রিয়ার বিভিন্ন ফলাফলের সম্পর্কে আলোচনা করলাম।