Physics, asked by gokulsarkar5863, 1 month ago

মানবদেহের তিনটি বড়ো হাড়ের নাম লেখো ও কোথায় পাওয়া যায়​

Answers

Answered by chhandamishracm
7

Answer:

১) ফিমার:

মানবদেহের সবচেয়ে বড় হাড়। ঊর্ধ্ব পা এর অস্থিকেই ফিমার বলা হয়।

ফিমার আমাদের ঊরুর অস্থি। দুই পায়ে দুইটি ফিমার থাকে। ফিমারের দৈর্ঘ্য গড়ে ১৯.৯ ইঞ্চি।

২) টিবিয়া:

২য় বৃহত্তম হাড়ের নাম টিবিয়া। এটি আমাদের নিম্ন পা এর অস্থি। অবস্থান ফিমারের নিচে।

নিচের পায়ে শরীরের দিকে টিবিয়া অবস্থিত। দুই পায়ে দুইটি টিবিয়া থাকে। এর গড় দৈর্ঘ্য ১৬.৯ ইঞ্চি।

৩) ফিবুলা:

৩য় বৃহত্তম হাড়ের নাম ফিবুলা। এটিও আমাদের নিম্ন পা এর অস্থি। হিউমেরাসের নিচে টিবিয়ার পাশেই এর অবস্থান।

নিচের পায়ে শরীরের বাইয়ের দিকে ফিবুলা পাওয়া যাবে। দুই পায়ে দুইটি ফিবুলা থাকে। এর গড় দৈর্ঘ্য ১৫.৯ ইঞ্চি।

৪) হিউমেরাস:

৪র্থ বৃহত্তম হাড়ের নাম হিউমেরাস। এটি আমাদের ঊর্ধ্ব বাহুর অস্থি।

দুই হাতের উপরের দিকে দুইটি হিউমেরাস থাকে। এর গড় দৈর্ঘ্য ১৪.৪ ইঞ্চি।

Similar questions