Math, asked by gangamete39, 2 months ago

‘এল মানুষ ধরার দল’
তাদের আগমনের আগে আফ্রিকার স্বরূপ কেমন ছিল?​

Answers

Answered by mdyeasinfaraji
6

Answer:

খুব ভালো ছিলো। এটা খুব সহজেই বোঝা যায়।

Answered by Anonymous
15

তাদের আগমনের আগে আফ্রিকার স্বরূপ ছিল নিম্নরূপ -

  • উদ্ধৃত অংশটি বিশ্বকবি রবীন্দ্রনাথ রচিত আফ্রিকা কবিতা থেকে নেওয়া হয়েছে।
  • এই কবিতায় কবি বিদেশি আক্রমণের ও শোষণের আগেকার আফ্রিকার স্বরুপ এবং শোষণ পরবর্তী আফ্রিকার বর্তমান স্বরুপের মধ্যে তুলনামূলক দৃষ্টিভঙ্গি ব্যক্ত করেছেন।
  • তাদের অর্থাৎ পোষণকারীদের আগমনের পূর্বে আফ্রিকার প্রাকৃতিক সম্পদের প্রাচুর্যতায় সম্পন্ন ছিল।বনজঙ্গলের গভীরতা ছিল এতটাই বেশি যে দিনের বেলায় সূর্যালোকও প্রবেশ করার মতন অবকাশ পেতো না। প্রকৃতি মাতার আশীর্বাদে আফ্রিকা ছিল পরিপূর্ণ। প্রকৃতির এই জাদু খেলা যুগ-যুগান্তর ধরে লোকচক্ষুর অন্তরালে ছিল
  • কিন্তু, "মানুষ ধরার দল" আসার পরেই পূর্বে উল্লেখিত আর আফ্রিকার সম্পন্ন চেহারা ক্রমশই দুর্ভিক্ষগ্রস্থ হয়ে পড়ে সময়ের সাথে।
Similar questions