CBSE BOARD XII, asked by rk4338826, 1 month ago

০১। অন্তরের শক্তিতে বলীয়ান হতে না পারলে মানুষ সফল হতে পারে না। নিজের মধ্যে যে অপরিমেয় শালি
রয়েছে, সে শক্তির উপর আস্থা থাকা চাই। এটাই আত্মবিশ্বাস। আত্মবিশ্বাসী হওয়া স্বাবলম্বী হওয়ার অন্য
শর্ত। আত্মবিশ্বাস না থাকলে হীনম্মন্যতায় তাকে গ্রাস করবে। হীনম্মন্যতা ব্যক্তি ও জীবনের উন্নয়নে ও অগ্রগা
প্রধান অন্তবায়।
(ক) সবচেয়ে বড় ধর্ম কী?
(খ) যার মনে মিথ্যা সে-ই মিথ্যাকে ভয় পায়- উক্তিটি ব্যাখ্যা কর?
(গ) উদ্দীপকের সাথে আমার পথ” প্রবন্ধের কোন দিকটি সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।
(ঘ) উদ্দীপকটি “আমার পথ” প্রবন্ধের সম্পূর্ণ ভাবকে ধারন করে না উক্তিটি যথাযথ বিচার কর।​

Answers

Answered by ηιѕн
3

(ক) সবচেয়ে বড় ধর্ম কী?

বর্তমানে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ধর্ম হলো ইসলাম। সবচেয়ে বেশী মানুষ পালন করেন খ্রিস্ট ধর্ম। তবে চলতি ধারা অব্যাহত থাকলে তার পরিবর্তন হতে পারে বলে পিউ রিসার্চ সেন্টারের এক গবেষণায় বলা হয়েছে।

Similar questions