ব্রিটিশ রেসিডেন্টদের কাজ কী?(২/৩ নম্বরের প্রশ্ন।দয়াকরে বাংলায় উত্তর দেবেন)
Answers
Answer:
উত্তর :: ব্রিটিশ শক্তি ভারতে ২০০ বছর শাসন চালিয়েছিল। এই দুশো বছরের শাসন কালে ইংল্যান্ড থেকে প্রচুর কর্মচারী এদেশে আসতে শুরু করেন। প্রথমে যখন কোম্পানির শাসন প্রতিষ্ঠা ছিলো তখন কোম্পানির প্রচুর বেতন প্রাপ্ত কর্মচারী এদেশে আসেন এবং এখানকার অধিবাসীদের সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপন করে এদেশের সঙ্গে মিশে যান।পরে রানী ভিক্টোরিয়া যখন কোম্পানির শাসন শেষ করে ভারত কে সম্পূর্ণ ভাবে ব্রিটিশ সরকারের অধীনে নিয়ে আসেন তখন ইংরেজ সেনা ও ব্রিটিশ সরকারের অধীনস্ত কর্মচারীও এদেশে আসতে শুরু করেন জলের স্রোতের মতন। এরা এদেশে এসে মূলত ইংরেজ সরকারের হয়েই কাজকর্ম করতো কিন্তু কোথাও যেন এদেশের ঐতিহ্য, সংস্কৃতি এবং জীবনযাপন প্রভাব ফেলতো তাদের মননের উপর।সমাজের কিছু প্রাচীন প্রথা, কুসংস্কার নাড়া দিতো তাদের মনকে, ফলে সতিদাহ প্রথা, বিধবা বিবাহ এর মতো আইন তাঁরা কঠোর হাতে দমন করেছিলো। যদিও অধিকাংশ ব্রিটিশরাই ভারতীয়দের নেটিভ বলে ডাকতো। ভালো রেস্টুরেন্ট,বারে ভারতীয় দের প্রবেশ সম্পূর্ণ নীষিদ্ধ ছিলো..কম যোগ্যতা নিয়ে বহু ব্রিটিশ কর্মচারী সরকারি উচ্চ পদে নিযুক্ত থাকতো। সেই একই যোগ্যতা নিয়ে ভারতীয় দের স্থান হতো অনেক নীচে। অবশ্য আরেকটা নতুন দিগন্ত খুলে দিয়েছিলো ব্রিটিশ রেসিডেন্টরা ভারতীয় দের কাছে। তাঁরা পাশ্চাত্য শিক্ষা, সাহিত্যের প্রতি টান অনুভব করে তাদের আচার, আচরণ, কথাবার্তা দেখে, বিজ্ঞান কে জানতে শেখে, বুঝতে শেখে , ব্রিটিশ দের মতো সব কিছু যুক্তি, তর্ক দিয়ে বিচার করার ক্ষমতা আয়ত্ত করার চেষ্টা করতে থাকে। সমগ্র ইউরোপ জুড়ে যে নবজাগরণের ঢেউ ভেসে বেড়াচ্ছিলো। দেরি হলেও সেই ঢেউ এসে পৌঁছায় ভারতেও, যা পরবর্তী কালে ভারত কে ঔপনিবেশিকতা মুক্ত স্বাধীন ভারতের জন্ম দিতে সহায়ক করে।