India Languages, asked by bhattacharyashreya92, 2 months ago

পত্রলিখনঃ অনলাইন ক্লাসের সুবিধা ও অসুবিধা এই অভিজ্ঞতা জানিয়ে বন্ধুকে চিঠি লেখো।​

Answers

Answered by ankitaanindita156
5

Answer:

সুবিধা হলোঃ ক্লাস করার জন্য শিক্ষা প্রতিষ্টানে সশরীরে উপস্থিতি হতে হবে না। অর্থাৎ বাসায় বসে ক্লাসে উপস্থিত থাকতে পারবেন। একাডেমিক ক্লাসে একটি নির্দিষ্ট সময়ে ক্লাসে উপস্থিত হয়ে শিক্ষকের লেকচারগুলো নোট করতে হতো। কিন্তু অনলাইন ক্লাসে লেকচার নোট করার ঝামেলা কম। পৃথিবীর যেকোনো জায়গা থেকে অনলাইন ক্লাসে অংশ নেওয়া যায়। একাডেমিক ক্লাসে একদিন উপস্থিত হতে না পারলে ওইদিনের লেকচার আবার বোঝার সুযোগ থাকে না। কিন্তু অনলাইন ক্লাসের লেকচার বোঝার সুযোগ রয়েছে। যদি ফেসবুকের মাধ্যমে অনলাইন ক্লাস হয় তবে সেটি পেজে সুরক্ষিত থাকে। এবং পরেও ক্লাস করা যায়। অনলাইন ক্লাসে একাডেমিক ক্লাসের মতো প্রশ্নোত্তরের পর্ব রয়েছে। নিচে কমেন্টগুলো দেখে টিচার প্রশ্নের উত্তর দিতে পারে।বিষয়টা সহজেই বোঝা যায়। অনলাইন ক্লাসে সাধারণত ব্ল্যাকবোর্ডের দরকার হয় না। কিছু ক্ষেত্রে টিচার ব্ল্যাকবোর্ড ব্যবহার করে live class

Similar questions