“দারুণ একটা হতাশা জেগেছে ওর মনে’– কার সম্পর্কে কার এ উপলদ্ধি? উদ্দিষ্ট ব্যক্তির হতাশার চিত্রটি বিবৃত করো।
Answers
Answered by
46
প্রদত্ত প্রশ্নগুলির উত্তর হল নিম্নরূপ -
- উদ্ধৃত উক্তিটি মানিক বন্দ্যোপাধ্যায় রচিত কে বাঁচায় কে বাঁচে গল্প থেকে নেওয়া হয়েছে।
- টুনুর মায়ের এই উপলব্ধি মৃত্যুঞ্জয় সম্পর্কিত।
- গল্পটি বাংলা দুর্ভিক্ষের সময় কার পটভূমিতে রচিত। এখানে মৃত্যুঞ্জয় নামক প্রধান চরিত্রটি দুর্ভিক্ষ পীড়িত অনাহারের চিত্র দেখে ভেতর থেকে খুবই ব্যথিত হন। তিনি মনে মনে সংকল্প করেন যে এই দুর্ভিক্ষ পীড়িত মানুষদের জন্য তিনি কিছু করবেন। নিজের মাহিনের প্রায় যথাসর্বস্ব এবং নিজের সঞ্চয় প্রায় সবটুকু দান করে দেওয়ার পরেও যখন মৃত্যুঞ্জয় উপলব্ধি করতে পারে যে এই প্রবল পরিমাণে দুর্ভিক্ষ তার একার পক্ষে সামাল দেওয়া কোন মতেই সম্ভব নয়, তখন তিনি হতাশ হয়ে পড়েন।
- অর্থাৎ দুর্ভিক্ষকে রুখে দেওয়ার তার যে অলীক স্বপ্ন ছিলো তার অপূর্ণতার কারণই হলো তার হতাশার প্রধান কারণ।
- ফলত, মৃত্যুঞ্জয় আস্তে আস্তে বিষাদগ্রস্ত হয়ে পড়েন এবং মানসিকতার বিকারের শিকারগ্রস্ত হন।
Similar questions