৮.
তির্যক বিভক্তি কাকে বলা হয় ?
Answers
Answered by
71
Answer:
❒ তির্যক বিভক্তি কাকে বলা হয় ?
➲ যে বিভক্তিচিহ্ন একাধিক কারকে ব্যবহৃত হয়, তাকে তির্যক বিভক্তি বলে। যথা - এ ।
▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃
অতিরিক্ত তথ্য :-
◘ বিভক্তি :
- শব্দ বা ধাতুর পরে যে বর্ণ বা বর্ণসমষ্টি যোগ করে পদ গঠন করা হয়, তাকে অর্থাৎ সেই বর্ণ বা বর্ণসমষ্টিকে বিভক্ত বলা হয়।
★ বিভক্তি দুই প্রকার :-
● শব্দবিভক্তি : শব্দের সঙ্গে 'কে', 'রে', প্রভৃতি যেসব বিভক্তি যুক্ত হয়ে ক্রিয়া পদ তৈরি হয়, তাকে শব্দবিভক্তি বলে।
● ধাতুবিভক্তি : ধাতুর সঙ্গে 'ইব', 'ইয়াছি','ইতেছি', প্রভৃতি যেসব বিভক্তি যুক্ত হয়ে ক্রিয়া পদ গঠন করে, তাকে ধাতুবিভক্তি বা ক্রিয়াবিভক্তি বলে।
Answered by
5
verified✅✅✅✅✔✔✔✔answer ✔✔✔✔✔see in image..✔✔✔
Attachments:
Similar questions