বাংলার নবজাগরণ ছিল কলকাতা শহর কেন্দ্রিক মন্তব্যটি বিশ্লেষণ কর
Answers
Answered by
14
বাংলার নবজাগরণ ছিল কলকাতা শহরকেন্দ্রিক, এই মন্তব্যটির বিশ্লেষণ হলো নিম্নরুপ -
- উনিশ শতকে বাংলার সমাজে ও মননে যে নবজাগরণ দেখা যায় তাকে অনেক ক্ষেত্রেই ইতালির রেনেসাঁসের সাথে তুলনা করা হয়ে থাকে।
- বাংলার এই নবজাগরণের অনেকগুলি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় এবং সেই বৈশিষ্ট্যগুলির মধ্যে অন্যতম হল কলকাতা কেন্দ্রিকতা।
- বাংলার নবজাগরণের সাথে যে শিক্ষিত সমাজ যুক্ত ছিল তার বেশির ভাগের নিবাস ছিল কলকাতা। এছাড়াও সেই সময়কার ব্রিটিশ শাসনের রাজধানী ছিল কলকাতা, তাই কলকাতা অচিরেই এইসব কার্যকলাপের জন্য গুরুত্ব পেতে থাকে।
- বিভিন্ন সামাজিক, বৈপ্লবিক ও সংস্কৃতে ক্রিয়া-কলাপ যা বাংলার নবজাগরণের বিশেষজ্ঞ ছিল তার একটি বড় অংশই ঘটেছিল কলকাতা শহরে।
- বাংলার নবজাগরণ এর প্রথম দিকের এক গুরুত্বপূর্ণ নেতৃত্ব ছিলেন রাজা রামমোহন রায় এবং শেষের দিকের এক গুরুত্বপূর্ণ নেতৃত্ব ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। বলাই বাহুল্য যে এনারা দুজনেই কলকাতা শহরের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন।
- উপরিউক্ত আলোচনা থেকে আমরা সহজেই এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে বাংলার নবজাগরণের একটি কলকাতাকেন্দ্রিক মনোভাব ছিল।
Answered by
3
Answer:
Thank you to so much qwtree thanks
Similar questions