Geography, asked by mundadipon4, 2 months ago

বাক প্রতিবন্ধী সুভা তার পরিবার ও সমাজ থেকে যে অাচরণ পেয়েছে এর বিবরণ। এর উওর। বাঃলা ১ ম পএ, ২০২২​

Answers

Answered by Anonymous
1

বাকপ্রতিবন্ধী সুভা তার পরিবার ও সমাজ থেকে যে আচরণ পেয়েছে তার বিবরণ হল নিম্নরূপ -

  • আলোচ্য বিষয়টি বিশ্ববরেণ্য লেখক রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সুভা গল্প থেকে নেওয়া হয়েছে।
  • এখানে গল্পের যে প্রধান চরিত্র অর্থাৎ সুভা নামের একটি বাকপ্রতিবন্ধী মেয়ে,তার জীবনের বিভিন্ন অবহেলা ও বঞ্চনার কথা এই গল্পে তুলে ধরা হয়েছে। দুর্ভাগ্যবশত, তার প্রাপ্ত সকল অবহেলা-বঞ্চনায় মূলে ছিল তার প্রতিবন্ধকতা।
  • তার নিজের মা তাকে নিজের গর্ভের কলঙ্ক বলে মনে করতো এবং সন্তানসুলভ স্নেহ-ভালোবাসা কোনদিনই দেননি। অপরদিকে তার বাবা তাকে যথেষ্ট স্নেহ করতেন এবং সকল মেয়েদের মধ্যে তাকিং সবথেকে বেশি ভালোবাসতেন।
  • অবহেলা বঞ্চনার পরিধি কেবল তার পরিবারের সীমাবদ্ধ ছিল না, তার আশেপাশের বন্ধু পরিজনদের মধ্যেও দেখা যেত। সমবয়সী মেয়েরা তার সাথে মিশতো এবং বরং তাকে ভয় পেতো। এর জন্য সুভার প্রায় কোন বন্ধুই ছিল না। সুভার প্রতিবন্ধকতার জন্য গ্রামের লোকেরা সেই নিয়ে নিন্দামন্দ করতেও পিছপা হতো না।
  • প্রতিবন্ধী মানুষজনের সমাজে যে কষ্ট এবং অবহেলার শিকার হতে হয় তাই এই গল্পের মাধ্যমে সুন্দর রূপে ফুটিয়ে তুলেছেন লেখক।
Similar questions